ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত মানুষ এবং পথের অবলা প্রাণীদের পাশে দাঁড়ালেন ইমন

ইমন

ঘূর্ণিঝড় ইয়াস পশ্চিমবঙ্গ ও ওড়িশার বেশ কয়েকটি অংশকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। ইয়াসের কবলে ক্ষতিগ্রস্থ এলাকায় অসহায় মানুষের সহায়তার পাশে এসে দাঁড়িয়েছে বিভিন্ন সংস্থা থেকে শুরু করে সাধারণ মানুষ এবং টলিউডের বহু নামী ব্যক্তিরা। বাংলার জাতীয় পুরস্কারজয়ী গায়িকা ইমন চক্রবর্তী এগিয়ে এসেছেন পূর্ব মেদিনীপুরের তমলুকে ক্ষতিগ্রস্ত মানুষ এবং পথের অবলা প্রাণীদের পাশে।

ইমন খাবার, পানীয় জল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেন এবং প্রাণীদের খাবার ব্যবস্থা করে দেন। কিন্তু এই গায়িকা বরাবর সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হয়েছে। তাকে নিয়ে নোংরা মন্তব্য করতে ছাড়েননি নেটিজেনরা। সারেগামাপা ফাইনালের পর এমন অবস্থা হয় যে তাকে মনোবিদের কাছে যেতে হয়েছিল। এবার সেই ক্ষোভ উগড়ে দিতে কিছুদিন আগে ফেসবুকে লাইফে আসেন ইমন।

লাইভে এসে অভিনেত্রী জানান, ইমন সঙ্গীত একাডেমি’ ত্রাণ নিয়ে পৌঁছোচ্ছে পূর্ব মেদিনীপুরের তমলুকে। তবে গায়িকা এবার দেখতে চান যারা ঘরে বসে বড় বড় কথা বলে তারা এগিয়ে আসেন কিনা। গায়িকা জানান, “যারা এত বিরোধিতা করে আমি তাদের অপেক্ষায় থাকব, দেখব অসহায় মানুষের সাহায্যের জন্য আমার পাশে এসে দাঁড়ায় কিনা”।

গায়িকা ক্ষোভের সাথে জানায়, “ঘরে বসে কাঠি না করে ক্ষতিগ্রস্ত এলাকায় ঘুরে ত্রাণ বিলি করুন”। আবার এই কাজে যারা ঝাঁপিয়ে পড়ছে তাদেরও প্রশংসা করতে ভোলেননি।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here