গুরুত্বর অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহা, সামনেই বড় অপারেশন

অনামিকা সাহা

বেশিরভাগ চরিত্র ‘খলনায়িকা’র হলেও সিনেপ্রেমীদের কাছে আজও তিনি ‘বিন্দুমাসি’ হিসাবেই পরিচিত। কথা হচ্ছে অভিনেত্রী অনামিকা সাহা কে নিয়ে। এই মুহূর্তে অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহা। অসুস্থ শরীর নিয়েই চলছে কাজ। সামনেই বড় অপারেশন। যা নিয়ে রীতিমত চিন্তায় আছেন অভিনেত্রী।

তবে কি এমন হল অভিনেত্রীর? জানা যাচ্ছে, গলব্লাডারে স্টোন হয়েছে তার। আগামী ৪ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হবে তাকে। এই প্রসঙ্গে ওয়ালের সঙ্গে সাক্ষাৎকারে অনামিকা জানান, ‘বয়সটা তো অনেকটাই। খুব চিন্তা হচ্ছে। আমার সুগারটাও বেশি। এর আগেও একবার ডাক্তার অপারেশনের কথা বলেছিল কিন্তু সুরাগ-প্রেসার বেশি থাকায় আর করা যায়নি। তবে এবার সবটা নিয়ন্ত্রণে আছে।’

সম্প্রতি কোন এক সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেত্রীকে বলতে শোনা যায়, “কাজ করতে করতেই যেন চলে যেতে পারি, শেষতা নিয়ে বড্ড ভয় হয়, জানি না কি লেখা আছে। তবে আমি অভিনয় করতে ভালোবাসি, অভিনয় ছাড়া থাকতে পারি না। বয়স হয়েছে তাই শেষটা একটু বেশি ভাবায়।”

বর্তমানে ৬৬ বছর বয়সেও কাজের প্রতি তার ভালোবাসা সত্যিই ভাবায়। শারীরিক এমন অবস্থাতেও একনাগারে চলছে তার শুটিং এর কাজ সেইসাথে চলছে আউটডোরের কাজও। অস্ত্রোপচারের পর ১০ দিন ছুটি পেয়েছেন। শারীরিক অবস্থার উন্নতির পরেই আবারও কাজে ফিরবেন অভিনেত্রী।