‘আমার সমস্ত খারাপ সময়ে’…বিয়ে করেও কেন স্বামীর সঙ্গে থাকেন না জোজো?

জোজো মুখোপাধ্যায়

ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খোলামেলা আলোচনা না করলেও এদিন ৩১তম বিবাহবার্ষিকী উপলক্ষে স্বামীকে খোলা চিঠি লিখলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী জোজো মুখোপাধ্যায়। আর সেই খোলাচিঠিতেই স্বামীর প্রতি ভালাবাসা প্রকাশ করলেন জোজো।

চাকরি সূত্রে মেয়ে বাইরে থাকে আর ছেলে আদির দেখাশোনা নিজেই করেন জোজো। স্বামীকে নিয়ে এর আগে খুব একটা কথা বলতে শোনা যায়নি তাকে। কাজের সূত্রে তারা একসঙ্গে থাকতে পারেন না। তবুও তাদের সম্পর্কের ভীত আজও মজবুত।

এদিন সোশ্যাল মিডিয়ায় স্বামীর সঙ্গে তার একটি পুরনো ও একটি সদ্য তোলা ছবি পোস্ট করেন জোজো। ছবি পোস্ট করে জোজো লিখেছেন, “আমাদের ২জনকেই ৩১ বছরের বিবাহবার্ষিকীর শুভেচ্ছা। আমি ভাবতেই পারছি না, ৩১টা বছর কীভাবে কেটে গেল। আমার মনে হয় জীবনের ওঠাপড়ার মধ্যে আমরা সত্যিই আশীর্বাদ পেয়েছি। ভাল সময়, খারাপ সময়, ভীষণ ভীষণ খারাপ সময়ে আমরা একে অপরের পাশে থেকেছি। মানুষ বলেন, দূরত্বে থাকলে সম্পর্ক টেঁকে না। কিন্ত কাজের সূত্রে আমরা যবে থেকে আলাদা থাকতে শুরু করেছি, আমি বিশ্বাস করে আমাদের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। আমরা দুজন সম্পূর্ণ ভিন্ন মানসিকতার মানুষ।”

জোজো আর লেখেন, “আমার সমস্ত খারাপ সময়ে, আমি যত ঠিক, যত ভুল সব সময়েই আমার পাশে থেকেছো। আমরা বয়সের সঙ্গে সঙ্গে পরিণত হয়েছি। তুমিই আমায় একজন পরিণত নারী করে তুলেছো। তুমি আমায় একটা মিষ্টি, সুন্দর মেয়ে দিয়েছো। আর দিয়েছো নিজের শর্তে জীবনকে বাঁচার অধিকার। তোমার শরীর, স্বাস্থ্য সব ভাল থাকুক। আশা করি আমরা খুব তাড়াতাড়ি ৫০তম বিয়ের জন্মদিন উদযাপন করব।”