‘মহাপীঠ তারাপীঠ’-এর পর আবার স্টার জলসার সিরিয়ালে ফিরলেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়

অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়

সদ্য বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের আত্মজীবনী ‘আমি বিপ্লব’ মুক্তি পেয়েছে। অভিনেতার ৫৩ বছরের অভিনয় জীবনের কাহিনী উঠে আসবে এই বইয়ে।  এই বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধনে মঞ্চে অভিনেতা বলেছিলেন তিনি বহুদিন ধরে এই ইন্ডাস্ট্রিতে রয়েছে কিন্তু ইন্ডাস্ট্রি বন্ধু নেই। বন্ধুর থেকে শত্রু সংখ্যা বেশি।

এদিন মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেতা  অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়। তিনি বর্ষীয়ান অভিনেতাকে সমর্থন জানিয়ে বলেন, “আমি জানি না বিপ্লবদা-কে কেন কাজের সুযোগ দেওয়া হচ্ছে না। আমি অনুরোধ করব সব পরিচালকদের যাতে বিপ্লবদাকে তার যোগ্য মতো কাজ দেন”।

আর এরপরই আবার কাজে ফিরলেন বর্ষীয়ান অভিনেতা। ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকের পর আবার ছোটপর্দায় তাকে দেখা গেল। এবার স্টার জলসার নতুন ধারাবাহিক ‘রামপ্রসাদ’-এর হাত ধরে ফিরলেন তিনি। এই ধারাবাহিকের তার চরিত্রে নাম ‘কৈলাসনাথ’। যিনি একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ। রামপ্রসাদের বাড়িতে ব্রাহ্মণভোজনে আমন্ত্রিত হন। টেলিভিশন পর্দায় আরও একবার বর্ষীয়ান অভিনেতাকে দেখে খুশি ছোটপর্দার দর্শক।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here