অহংকার পতনের মূল! ‘আমি গান গাইব না’, কাঁদতে কাঁদতে নিজের গ্রামে ফিরলেন ভুবন বাদ্যকর

ভুবন বাদ্যকর

ভালো নেই সকলের প্রিয় বাদাম কাকু ভুবন বাদ্যকর। একসময় তাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় হৈ-চৈ। রিয়েলিটি শোয়ের মঞ্চ থেকে যে-কোনও অনুষ্ঠানে বাদাম কাকুকে অতিথি হিসাবে নিয়ে যাওয়ার জন্য শোরগোল পরে যেত। কিন্তু সেই সব দিন এখন অতীত। আজ আর তাঁর কেউ খোঁজ রাখে না। হাতে কাজ নেই, কাঁচা বাদামের কপিরাইট অন্য ব্যক্তি কিনে নেওয়ায় কাঁচা বাদাম গান গাইতে পারছেন না। চরম আর্থিক সংকটে রয়েছেন ভুবন বাদ্যকর।

জনপ্রিয় হওয়ার পর চার চাকা, আইফোন, গড়েছিলেন নিজের স্বপ্নের বাড়ি। চাঁদার জোর জুলুমে বাড়ি ছেড়ে পালিয়ে দুবরাজপুরে একটি ঘরভাড়া নিয়ে থাকছিলেন। নিজের গ্রামে থাকাকালীন পাশের গ্রামের কিছু তোলাবাজ এসে বিভিন্ন রকম অজুহাতে চাঁদার জুলুম করতেন। শোনা যায়, তাঁর আইফোন নিয়েও চলে গিয়েছিল। সেই অত্যাচার থেকে ভয়ে অন্য গ্রামে পালিয়ে বেড়াচ্ছিলেন।

এসবের মাঝেই বাংলাদেশ থেকে এক ইউটিউবার এসে দুবরাজপুরের ভাড়া বাড়িতে সকলের সামনে তাকে অপমান করে। টাকা-পয়সা নিয়ে মিথ্যা বদনাম দেয়। এমনকি সে বলে ভুবন বাবুর অহংকারের জন্য আজ এই অবস্থা। সবকিছু মিলিয়ে  মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি।

এবার নিজের সিদ্ধান্তেই লক্ষীনারায়ণপুরে নিজের বাড়িতে ফিরে এলেন। ভুবন বাবু এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, দুবরাজপুর থানার তরফে তাঁকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে জুলুমের মতো পরিস্থিতি যদি আবার শিকার হলে তারা সাহায্য করবে।

কাঁদো কাঁদো গলায় নিজের গ্রামে ফিরে এসে বাদামকাকু বলেন, “এবার নিজের বাড়ি ফিরেছি। গান করে কিছু টাকা রোজগার করেছি কিন্তু তাঁর চেয়ে বেশি অপমানিত হয়েছে। আর কাঁচাবাদাম গাইবো না। যদি ঈশ্বর চান আবার আগের মতো নামডাক হবে”।

Source: bangla . aajtak . in

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here