‘বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ থেকে দেব কেউই অভিনয় করতে পারে না’, বিস্ফোরক বিপ্লব চ্যাটার্জীর

বিপ্লব চ্যাটার্জী

আজকাল সোশ্যাল মিডিয়ায় প্রায়ই খবরে থাকছেন জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চ্যাটার্জী। বর্তমান শিল্পীদের নিয়ে তাঁর স্পষ্টবাদী মন্তব্যের জন্য লাইমলাইটে রয়েছেন তিনি। কিছুদিন আগে টলিউড ইন্ডাস্ট্রির শিল্পীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন এই অভিনেতা।

বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চ্যাটার্জী এক সংবাদমাধ্যমের কাছে স্পষ্ট জানান, “বর্তমান প্রজন্মের নায়ক নায়িকাদের অভিনয় তার একেবারেই পছন্দ নয়। অভিনয়টা ঠিক মতো করতে পারুক বা না পারুক তাদের দেখনদারি ষোল আনা। ইন্ডাস্ট্রির সকল জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ থেকে দেব কেউই অভিনয় করতে পারে না”।

অভিনেতা বিপ্লব চ্যাটার্জী মনে করেন টিভির পর্দায় চরিত্র ফুটিয়ে তুলতে ভিতরে দরদ আর ব্যথা থাকা প্রয়োজন। ব্যথা ছাড়া কোনও চরিত্র ফুটিয়ে তোলা অসম্ভব। তবে এই প্রবীণ অভিনেতা বর্তমান যুগের কলাকুশলীদের মধ্যে সেই ব্যথা খুঁজে পাননা, যা তার সমকালীন কলাকুশলীদের মধ্যে পাওয়া যেত।

সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ ছবির মধ্যে দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন বিপ্লব চ্যাটার্জীর। একসময় পর্দায় খলনায়কের ভূমিকায় দাপিয়ে বেড়াতেন। বর্তমানে তাকে পর্দায় খুব একটা দেখা যায়না। শেষবার দেখা গিয়েছিল অসুর ছবিতে, এছাড়া মহাপীঠ তারাপীঠ ধারাবাহিকে। অভিনয়ের পাশাপাশি তিনি চিত্রনাট্যও লিখেন। কিন্তু এখনকার পরিচালকরা তাঁর লেখাচিত্রনাট্য পছন্দ করেন না, কারণ তার লেখা চিত্রনাট্য শিক্ষামূলক বলে সেই চিত্রনাট্য নিয়ে নাকি কাজ হবে না এমনই জানিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষরা।

Source: inews . zoombangla .  com

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here