২ মিনিটেই হবে পরিষ্কার! গ্যাস বার্নার পরিষ্কার করতে ব্যবহার করুন এই ঘরোয়া উপাদান

গ্যাস বার্নার পরিষ্কার

ঘর পরিপাটি করে গুছিয়ে রাখতে সবাই চায়। তবে সবচেয়ে বেশি ঝামেলা কিচেন পরিষ্কার করতে। কারণ কিচেনের মেইন ফোকাস হল রান্নার গ্যাস। যা পরিষ্কার করতে নাজেহাল হতে হয় প্রত্যেক বাড়ির গৃহিণীদের। গ্যাসের ওভেন ভালোভাবে পরিষ্কার হলেও মাঝেমধ্যে সমস্যায় পড়তে হয় গ্যাস বার্নার নিয়ে। গ্যাস বার্নার চকচক করে তোলা সত্যিই মুশকিল।

তাই আজকে গৃহিণীদের জন্য গ্যাস বার্নার পরিষ্কার করার কিছু সহজ ট্রিকস নিয়ে হাজির। এই ৫ টি ঘরোয়া উপাদান সহজেই আপনার কিচেনের গ্যাস বার্নারটি পরিষ্কার করে তুলবে।

ঘরোয়া উপাদানে গ্যাস বার্নার পরিষ্কার 

১. ভিনিগারঃ

ভিনিগারঃ

গ্যাস বার্নার পরিষ্কার করতে হাতের কাছে সহজ উপাদান ভিনিগার। পরিষ্কার করার আগে একটি পাত্রে গরম জল করে নিতে হবে। জলে  ভিনিগার মিশিয়ে নিতে হবে। এবার আগে থেকে গ্যাস বার্নার দুটি এক ঘণ্টা জলে ভিজিয়ে রাখতে হবে।

ঘণ্টা খানেক বাদে বার্নার দুটি তুলে তারপরে একটি ব্রাশে সামান্য ডিটারজেন্ট নিয়ে বার্নার দুটি ২ মিনিট মতো ঘষলেই খুব সহজেই গ্যাস বার্নার পরিষ্কার হয়ে যাবে।

২. তেঁতুলঃ 

গ্যাস বার্নার পরিষ্কার করতে একটি সহজলাভ্য ঘরোয়া উপাদান তেঁতুল। তেঁতুল দিয়ে খুব সহজেই হয়ে যাবে বার্নারের ময়লা সাফ। গরম জলে করে তাতে সামান্য তেঁতুল ও ডিটারজেন্ট পাউডার মিশিয়ে নিন। ঘণ্টা খানেক মতো গ্যাসের বার্নার দুটিকে চুবিয়ে রাখুন। এক ঘণ্টা পরে একটি ব্রাশ দিয়ে বার্নার দুটি ভালোকরে ঘষে নিন। দেখবেন ২ মিনিটেই আগের মতো ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে।

৩. লেবুঃ

লেবুঃ

গ্যাস বার্নারের ময়লা দূর করতে লেবু খুব ভালো ঘরোয়া উপাদান। একটি পাত্রে গরম জল নিন। তারমধ্যে এক টেবিল চামচ লেবুর রস এবং দুই চামচ বেকিং সোডা ফেলে দিন। এক ঘণ্টা গ্যাসের বার্নার দুটি চুবিয়ে রেখে দিন। তারপর একটি ব্রাশে একটু ডিটারজেন্ট নিন এবং বার্নার দুটি ঘষে নিলেই গ্যাসের বার্নার পরিষ্কার হয়ে যাবে।

৪. ইনোঃ 

ইনোঃ 

শুনলে অবাক লাগলেও গ্যাস বার্নারের ময়লা পরিষ্কার করতে ইনো দারুন। একটি পাত্রে গরম জল করে নিন। গরম জলে সার্ফ এবং ইনো ফেলে দিন। এবার বার্নার দুটি প্রায় আধ ঘণ্টা মতো ভিজিয়ে রাখুন। আধ ঘণ্টা পরে বার্নার দুটি তুলে লেবু ও লবণ দিয়ে মাত্র ২ মিনিট ঘষলেই দেখবেন গ্যাস বার্নারের সমস্ত ময়লা পরিষ্কার হয়ে চকচক করছে।

৫. হারপিকঃ

হারপিক

গ্যাস বার্নার পরিষ্কার করতে লাস্ট টিপস হল হারপিক। আপনি যদি তেঁতুল, লেবু দিয়ে পরিষ্কার করতে না চান তাহলে চটজলদি খুব সহজেই হারপিক দিয়ে পরিষ্কার করে নিতে পারেন গ্যাস বার্নার। গ্যাস বার্নার দুটির উপর হারপিক ফেলে দিন এবং একটি ব্রাশের সাহায্যে ঘষে ঘষে পরিষ্কার করে নিন। একটু ঘষলেই দেখবেন চকচক করবে গ্যাস বার্নার দুটি।

গ্যাস বার্নার পরিষ্কার করতে তো অনেক কিছু করে থাকেন আজকের এই ৫ টি টিপসের মধ্যে যেকোনো একটি টিপস ট্রাই করেই দেখুন, খুব সহজেই রেজাল্ট পাবেন।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here