উদয়-অনামিকা’র ঘরে নতুন সদস্য! বিয়ের ২ বছরের মাথায় সুখবর জানালেন তারকা দম্পতি

উদয়-অনামিকা

ছোটপর্দার দুই পরিচিত মুখ উদয় প্রতাপ সিং ও অনামিকা চক্রবর্তী। টেলিভিশন পর্দার বাইরেও উদয়-অনামিকা জুটিকে কে প্রায়শই দেখা যায় তাদের রোজকার ব্লগে। বেশ কয়েক বছর হল গাঁটছড়া বেঁধেছেন তাঁরা। এবার তাদের সংসারে এলো নতুন সদস্য।

সম্প্রতি সমাজমাধ্যমে পোস্ট শেয়ার করে সুখবর জানালেন উদয় ও অনামিকা। তবে কি অনামিকার কোল আলো করে সন্তান আগমনের খবর জানালেন তারকা দম্পতি? একেবারেই না, পোস্ট করা ভিডিয়োতেই দেখা মেলে তাঁদের বাড়ির নতুন সদ্যসের। ইতিমধ্যেই তার মিষ্টি একটি নামও দিয়েছেন তারা।

আসলে নতুন গাড়ি কিনেছেন ছোটপর্দার ‘রায়ান’ ওরফে উদয়। ধূসর রঙের একটি ‘থার’ কিনেছেন তাঁরা। আর ভালোবেসে আবার সেই গাড়ির নামও রেখেছেন ‘থারু’। শুধু ভিডিয়ো নয়, পাশাপাশি বেশ কয়েকটি ছবিও ভাগ করে নেন।

ছবিতে দেখা যাচ্ছে কেক কেটে এই সুন্দর মুহূর্ত উদযাপন করছেন উদয়-অনামিকা। শেষে দেখা গেল নতুন গাড়ি চালিয়েই বাড়ি ফিরছেন তাঁরা। আর গাড়ি ড্রাইভ করছেন অনামিকা। এই সব ছবি ও ভিডিয়ো পোস্ট করে উদয় ক্যাপশনে লেখেন, ‘ওয়েলকাল হোম থারু।’ তাঁদের এই পোস্ট দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।