
ফের খারাপ খবর বিনোদন জগতে। প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী ডায়ান ল্যাড। ক্যালিফোর্নিয়ার ওজাইতে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর নিশ্চিত করেছেন তার মেয়ে, অভিনেত্রী লরা ডার্ন। খবর সামনে আসতেই তার মৃত্যুর খবরে ভেঙে পরেছেন গোটা ইন্ডাস্ট্রি।
অভিনেত্রী লরা ডার্ন গভীর শোক প্রকাশ করে লেখেন,, “আমার জীবনের অসাধারণ নায়ক, আমার জীবনের সর্বোচ্চ উপহার আজ সকালে ক্যালিফোর্নিয়ার ওজাইতে আমার পাশেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি এমন এক মা, ঠাকুমা, শিল্পী এবং সহানুভূতিশীল মানুষ, যার মতো আর কেউ হয় না। আমরা তাকে পেয়ে সত্যিই ধন্য ছিলাম। তিনি এখন তার দেবদূতদের সাথে বিশ্রাম নিচ্ছেন।”

খুব সম্ভবত মৃত্যুকালীন বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করেছিলেন হলিউড অভিনেত্রী। কিন্তু শেষ রক্ষা হল না।
ছয় দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র ও টেলিভিশনে দর্শকদের মন জয় করেছেন ডায়ান ল্যাড। তার অভিনয়ের জন্য তিনবার অস্কার মনোনয়ন পেয়েছিলেন অভিনেত্রী।
