টেলিভিশন থেকে বড়পর্দা, বেশিরভাগ ক্ষেত্রে মা কিংবা শাশুড়ি মায়ের ভূমিকায় জমিয়ে অভিনয় করেছেন টলিউড অভিনেত্রী তুলিকা বসু। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে ২৯ টা বছর পার করে ফেলেছেন অভিনেত্রী। এমনকি বড়পর্দাতেও একাধিক ছবিতে কাজ করে ফেলেছেন অভিনেত্রী।
এবার দজ্জাল শাশুড়ির ভূমিকায় ছোটপর্দায় ফিরতে চলেছেন তুলিকা। তবে কোন ধারাবাহিকে দেখা যাবে অভিনেত্রীকে? জানা যাচ্ছে, সানবাংলায় আসছে নতুন মেগা ‘বৃন্দাবন বিলাসিনী’। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রথম প্রোমো। ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তুলিকা বসু। মুখ্য চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী সুদীপ্তা রায় ও রাহুল গঙ্গোপাধ্যায়।
ধারাবাহিকে নায়কের মায়ের ভূমিকায় দেখা যাবে তুলিকা কে। গল্পে মুণ্ডমালিনী দেবীর পূজারী হবেন অভিনেত্রী। এবারও এক অন্যরকম চরিত্রে নজর কাড়তে চলেছেন তিনি।
নতুন চরিত্র নিয়ে আজকাল ডট ইন-কে তুলিকা বলেন, “কোনও চরিত্রকে শুধুমাত্র ইতিবাচক বা নেতিবাচক এই ভঙ্গিতে দেখি না। তাই বলা যেতে পারে আমার এই চরিত্রটা অনেকটা ধূসর। এর অতীতের অনেকটা প্রভাব পড়ে বর্তমানের উপর। যার জেরে খানিকটা স্বৈরাচারী হয়ে গিয়েছে সে। দাপটের সঙ্গে সবটা নিজের করে নিতে চায়। তবে তার মূলে যে কী কারণ রয়েছে, সেটা জানতে হলে দর্শককে ধারাবাহিকটি দেখতেই হবে।”