বিয়ের দু’বছর পর মা হলেন ‘তোমায় আমায় মিলে’ খ্যাত অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়, ছেলে না মেয়ে?

অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়

‘তোমায় আমায় মিলে’ ধারাবাহিকে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক খ্যাতি পেয়েছেন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। ১৯ শে জানুয়ারি সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনুরণ রায়চৌধুরীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন। বিয়ে করে বিদেশে উড়ে যান অভিনেত্রী। সংসারের জন্য ১৩ বছরের ক্যারিয়ার জীবন ছেড়ে চলে যান রুশা।

স্বামী কর্মসূত্রে আমেরিকায় থাকায় সেখানেই সংসার পেতেছেন রুশা। তবে এবার খুশির খবর শেয়ার করলেন ছোটপর্দার উষশী। মা হলেন অভিনেত্রী।

বিয়ের দুবছরের মাথায় এক ফুটফুটে কন্যা সন্তানের মা হয়েছেন রুশা। তবে গর্ভবতী হওয়ার খবর এতদিন আড়ালেই রেখেছিলেন তিনি। দীপাবলির  প্রক্কালে মেয়েক কোলে নিয়ে ছবি শেয়ার করেন। অভিনেত্রীর আচমকাই এই ছবি দেখে অবাক হয়ে যান সকলে।

মেয়ের সাথে ছবি দিয়ে রুশা চট্টোপাধ্যায় লেখেন, “আমাদের ছোট্ট অনুষার (Anusha) তরফ থেকে সকলকে দিওয়ালির শুভেচ্ছা।”

অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়