যখন গোটা দেশ করোনায় বিপর্যস্ত তখন বলিউডে এক ভগবান অভিনেতা সোনু সুদ অসহায় মানুষদের পাশে এসে দাঁড়াচ্ছেন। ঠিক তেমনি বাংলার দিকে নজর রাখলে অভিনেতাও দেব একাই নিজের দায়িত্ব পালন করছেন।
বলিউড গরিবের ভগবান সোনু সুদ হলেও বাংলার দেবও কিছু কম যায় না। দেব অভিনেতার পাশাপাশি একজন সাংসদ। বিভিন্ন সামাজিক কাজের সাথে তাকে যুক্ত দেখা যায়। মানুষ বিপদে পড়লে দেবদুতের মতো ঝাঁপিয়ে পড়েন।
আগের বার লকডাউনের সময় নেপাল থেকে ২৫০ জন পরিযায়ী শ্রমিককে ঘরে ফিরিয়েছিলেন। পড়াশুনো থেকে শুরু করে দুঃস্থদের সাহায্য করতে বরাবর এগিয়ে এসেছেন দেব। সাংসদ হিসাবে নন বরং বরাবর একজন মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ান অভিনেতা।
সম্প্রতি আবার মানবিক দেব। টুইটারে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে একটি ছোট্ট মেয়ে তিতলি তার বাবা অসুস্থ। সে বাবার পাশে বসে চিকিৎসার জন্য অর্থ সাহায্য চাইছে। ভিডিওটি দেবের নজরে পড়তে সাহায্যের হাত বাড়িয়ে দেয় অভিনেতা।
তিতলি চুঁচুড়ার মেয়ে। তার বাবা সন্দীপ দত্ত জটিল রোগে আক্রান্ত। চিকিৎসার খরচ বেশি, ঔষধ কেনারও টাকা নেই। বাবা ছাড়া তিতলির আর কেউ নেই। ইতিমধ্যেই দেবের টিম পরিবারের সাথে যোগাযোগ করেছেন। তার এই মহান কাজের জন্য সোশ্যাল মিডিয়ায় তাকে কুর্নিশ জানানো হয়।
My team is already coordinating with the family..Thanku Nilonjit for the news 🙏🏻 https://t.co/JoLEDe01im
— Dev (@idevadhikari) May 16, 2021