হাতে আঁকা ছবি বেঁচে সংসার চালান সত্তরোর্ধ্ব বয়স্ক শিল্পী সুনীল পাল

বয়স্ক শিল্পী সুনীল পাল

গত বছরের পর করোনার প্রকোপের হাত থেকে কিছুটা রেহাই পেলেও এই বছর করোনার দ্বিতীয় ঢেউ আবার মানুষকে বিপর্যয়ের সামনে এনে দাঁড় করিয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ দিনের পর দিন লাফিয়ে বাড়ছে পাশাপাশি বাড়ছে সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষকে বাঁচানোর একমাত্র পথ লকডাউন। আর এই পরিস্থিতিতে দেশের আর্থিক কাঠামো অনেকটাই ভেঙ্গে পড়েছে। মানুষের রুজি রোজগার বন্ধ, দিন-আনা, দিন-খাওয়া মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। শুধু নেট দুনিয়ায় নয় দেশের বাইরেও এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে। ছবিটি কলকাতার গোলপার্কের এক সত্তরোর্ধ্ব বয়স্ক শিল্পী , যিনি গোলপার্কের অ্যাক্সিস ব্যাংকের শাখার নিচে রাস্তার ফুটপাতে ধারে বসে বহু বছর ধরে তার প্রতিভা রচনা করছেন।

নিজে হাতে আঁকা ছবি বেঁচে যা আয় করে তাতে ঠিকমতো সংসারও চলে না তার। গোলপার্কের পথ চলতি মানুষের পছন্দ হলে  এক আধটা ছবি কিনে নেন। কিন্তু তার হাতে আঁকা সমস্ত ছবি নাম করা শিল্পীদের হার মানাবে। ছবির মধ্যে অসাধারণ নিখুঁত কাজ। তার এই ছবির বেশি দামও নয় ৫০ টাকা থেকে ১৫০ টাকার মধ্যে।

মঙ্গলবার এবং শনিবার এই দুটি দিন ফুটপাতে বসেন বয়স্ক শিল্পী সুনীল পাল এই বয়সে তার কাজ করে চলেছেন। আপনারাও এগিয়ে আসতে পারেন তাকে সাহায্য করতে তাহলেই তার সংসার খরচ চালাতে একটু সুবিধা হয়। মাঝে মধ্যে তার থেকে দুই একটি ছবি কিনে তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here