বাড়িতে সুস্থ হয়েছেন যারা, ভবিষ্যতে তাদের কি কোভিডের গুরুতর প্রভাব কম?

কোভিডের গুরুতর প্রভাব

করোনার অতিমারি কেড়ে নিয়েছে লক্ষ লক্ষ মানুষের প্রাণ। আবার সুস্থতার হারও রয়েছে। অনেক মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আবার যাদের মৃদু উপসর্গ তারা বাড়িতেই করেছেন চিকিৎসা। নিভৃতবাসে থেকে সুস্থ হয়েছেন অনেক রোগী। যাদের মৃদু উপসর্গ অর্থাৎ যারা বাড়িতে থেকে সুস্থ হয়েছেন তাদের ভবিষ্যতে কোভিডের প্রভাব হতে পারে। আসতে পারে নানা রকম সমস্যা। এমনটাই শোনা যাচ্ছিল এতদিন।

তবে এবার ‘দ্য ল্যানসেট ইনফেকশিয়াস ডিজিজেস জার্নাল’এ অন্য রিপোর্ট প্রকাশ পেল। তাদের দাবি, যারা বাড়িতে মৃদু উপসর্গ নিয়েই সুস্থ হয়েছেন তাদের ভবিষ্যতে কোভিডের গুরুতর প্রভাব কম। অনেক কোভিড রোগী রয়েছেন যারা সুস্থ হওয়ার পরেও জটিল সমস্যা ফেস করেছেন।

তবে্‌, এবার রিপোর্ট বলছে, যারা হাসপাতালে যেতে হয়নি বাড়িতে নিভৃতবাসে থেকে সুস্থ হয়েছেন তাদের কোভিডের গুরুতর প্রভাব কম। তবে একটা উপায়ে এটা সম্ভব তারা যদি সেরে ওঠার পর ডাক্তারের পরামর্শে চলাফেরা করে।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here