ছবিতে থাকা অভিনেত্রীকে চিনতে পারছেন? এই মুহুর্তে জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ এ অভিনয় করে যিনি দর্শকের নজর কেড়েছেন। আর্য-অপর্ণার পাশাপাশি ধারাবাহিকে এই তারকার অভিনয়ও বেশ প্রশংসনীয় হয়ে উঠেছে।
তাও চিনতে পারলেন না তো? ইনি কোন অভিনেত্রী নন, বরং অভিনেতা। ধারাবাহিকে অপর্ণা’র বাবা ‘সতু’। গল্পে যার নাম সতীনাথ। আর এই চরিত্রে অভিনয় করছেন অভিনেতা শ্যামাশিষ পাহাড়ি।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে নিজের শাড়ি পড়া একটি ছবি পোস্ট করে শ্যামাশিষ বাবু ক্যাপশনে লেখেন, “লা-পতা লেডিস! কাউকে আঘাত দেওয়া বা ছোট করার জন্য এই পোস্ট নয়। সম্পূর্ণ মজা করে পোস্ট করলাম।” ছবিটি পোস্ট করতেই নিমেষেই ভাইরাল হয়ে যায় অভিনেতার ছবি।


