বাংলার গর্ব! এবার ২০০ জন অনাথ শিশুর পড়াশুনার দায়িত্ব নিল সৌরভ গাঙ্গুলি

সৌরভ গাঙ্গুলি

আবারও বাংলার দাদা বাংলার পাশে। হ্যাঁ, কথা হচ্ছে বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায় কে নিয়ে। সম্প্রতি আরজি কর কাণ্ড নিয়ে বেফাঁস মন্তব্য করায় কটাক্ষের মুখে পরতে হয়েছিল তাকে। তবে এবার সেই কটাক্ষকে উপেক্ষা করে ২০০ টি অনাথ শিশুর পাশে দাঁড়ালেন সৌরভ।

মহাপঞ্চমীর দিনেই ‘আপনজন’ নামক একটি হোমে পৌঁছে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এই হোমের আবাসিক শিশুরা তাদের বাবা মায়েদের থেকে দূরে ছে, কেউ কেউ আবার স্পেশাল চাইল্ড। মুলত হাওড়া, পার্ক সার্কাস থেকেই নিয়ে আসা হয়েছে এইসমস্ত শিশুদের। এই অনাথ শিশুগুলোর পাশে দাঁড়ালেন সৌরভ। এদিন অনেকটা সময় সেই বাচ্চাগুলোর সাথে সময় কাটান দাদা। তাদের জন্য খাতা, বই, পেন সহ চকলেটও নিয়ে গিয়েছিলেন।

সৌরভ গাঙ্গুলি
ছবিঃ হিন্দুস্তান টাইমস বাংলা

এমনকি এই ২০০ টি শিশুর পড়াশুনার দায়িত্বও নিজে কাঁধে তুলে নেন দাদা। পাশাপাশি তাদের দায় দায়িত্ব ও খরচও বহন করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি। আজও দাদা বাংলার গর্ব, তা আরও একবার প্রমান করেদিলেন তিনি।