ফের অঘটন! মাত্র ৮ মাসেই বন্ধ করে দেওয়া হতে পারে স্টার জলসার এই জনপ্রিয় ধারাবাহিক

সাহেবের চিঠি

স্টার জলসায় আসছে নতুন চারটি ধারাবাহিক – ‘মেয়েবেলা’, ‘রামপ্রসাদ’, ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ এবং ‘বালিঝড়’। প্রোমো সামনে এলেও ধারাবাহিকের সময় এখনো ঘোষণা হয়নি। নতুন ধারাবাহিকের আগমনে জায়গা ছাড়তে হবে পুরনো ধারাবাহিকগুলিকে এটাই নিয়ম।

টিআরপিতে কম থাকা ধারাবাহিকগুলিকে সরে যেতে হবে। তবে নতুন এই চারটি ধারাবাহিকের জন্য কোন ধারাবাহিকে কোপ পরতে চলছে?

সূত্রের খবর অনুযায়ী, টিআরপি কম থাকার দরুন চ্যানেল কর্তৃপক্ষ নতুন ধারাবাহিকের জন্য সরিয়ে দিতে পারেন ‘সাহেবের চিঠি’ ধারাবাহিকটি। মাত্র ৭ মাস হয়েছে টিভির পর্দায় সম্প্রচার হচ্ছে এই ধারাবাহিক। তবে টিআরপিতে ব্যর্থ। সেভাবে দর্শক মনে জায়গা করতে পারেনি সাহেব ও চিঠি।

‘সাহেবের চিঠি’ ধারাবাহিকের হাত ধরেই পর্দায় ফিরছেন প্রতীক সেন এবং দেবচন্দ্রিমা সিংহ রায়। তাদের দুজন একসঙ্গে কামব্যাকে খুশি ছিলেন তাদের ভক্তরা। কিন্তু ধারাবাহিক আচমকাই সরিয়ে দেওয়ার খবরে মন খারাপ ভক্তদের।

সাহেবের চিঠি

তাহলে কি শেষ হয়ে যাবে ‘সাহেবের চিঠি’। এই ধারাবাহিকটি শেষ হবে না সময় পরিবর্তন হবে তা অফিশিয়ালি খবর নেই। তবে গুঞ্জন শোনা যাচ্ছে এই ধারাবাহিকটি টিআরপির অভাবে ৮ মাসের মাথায় বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here