
ছবিতে মিষ্টি বউ সাজে এই বাচ্চা মেয়েটি বর্তমানে জি-বাংলার এক জনপ্রিয় বাংলা ধারাবাহিকে অভিনয় করছেন। নায়িকার বান্ধবীর চরিত্রে অভিনয় করলেও দর্শকের নজর কেড়েছে। কে এই মেয়েটি? চিনতে পারলেন?
ধারাবাহিকটি আপনাদের ভীষণ প্রিয়। নাম ‘চিরদিনই তুমি যে আমার’। সদ্য ১০০ পর্বে পা রেখেছে এই মেগা। অল্প সময়ের মধ্যে এই ধারাবাহিক দর্শকের মনে জায়গা করে নিয়েছে।
ছবিতে বাচ্চা মেয়েটি হল অভিনেত্রী সৌমিলি দাস। যিনি ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে অপুর বান্ধবী রূম্পা চরিত্রে অভিনয় করছেন। নায়িকার বান্ধবীর চরিত্রে অভিনয় করলেও তার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। দুই বান্ধবীর জুটি পর্দায় বেশ ভালো মানিয়েছে।
সৌমিলির এটি প্রথম ধারাবাহিক নয়, দিতিপ্রিয়ার মতোই খুব অল্প বয়সে অভিনয় জগতে হাতেখড়ি হয়েছে তার। ছোট বয়সে রানু পেল লটারি ধারাবাহিকে কাজ করেছে সৌমিলি। এরপরে একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। তবে বর্তমানে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে নজর কাড়ছে।