শুরু হয়েছে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) সঞ্চালিত জনপ্রিয় ক্যুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৬’ (Kaun Banega Crorepati 16)। সম্প্রতি এই শোয়ে বিগ বি-র সামনে হাজির ছিলেন পশ্চিমবঙ্গের আগাই গ্রামের বাসিন্দা জয়ন্ত দুলে।
বোন শিখা দুলের সঙ্গে কেবিসি ১৬-এর মঞ্চে হাজির ছিলেন জয়ন্ত। প্রতিযোগিতার শুরুতেই ফিঙ্গার ফার্স্ট পর্ব জিতে আবেগঘন হয়ে পড়েন জয়ন্ত। অনুষ্ঠানে জয়ন্তকে বলতে শোনা যায়, ‘আমার বাড়িতে কোনও শৌচালয় বা বাথরুম নেই। শুধু আমাদের বাড়িতেই নয়, আমাদের গ্রামের কারোর বাড়িতেই নেই। পশু থেকে শুরু করে পুরুষ ও মহিলা, সকলেই পুকুরে নেমে স্নান করেন।’ জয়ন্ত জানায় সে নিজের বাড়িতে তার বোন আর মায়ের জন্য শৌচালয় তৈরি করতে চান।
জয়ন্তর কথা শুনে অমিতাভ জানান, ‘জয়ন্ত, আপনার কথা শুনে দুঃখ হচ্ছে, আশ্চর্যও লাগছে যে আমাদের ভারতে এমনও জায়গা আছে যেখানে সকলের জন্য যে সাধারণ সুবিধা থাকার কথা সেটুকুও নেই।’ এরপরই অমিতাভ জয়ন্তকে প্রশ্ন করেন, একটা শৌচালয় তৈরি করতে আনুমানিক কত টাকা খরচ হতে পারে? উত্তরে জয়ন্ত জানান, ৪০ থেকে ৫০ হাজার টাকা। খেলার মাঝেই বিগ বি, জয়ন্ত কে আশ্বাস দেন যে, আপনি এই খেলা থেকে যাই জিতুন না কেন, আমি নিজের তরফ থেকে দেখব যে আপনার বাড়িতে একটা শৌচালয় যেন অবশ্যই তৈরি হয়।
View this post on Instagram
সুত্রঃ https: //bangla . hindustantimes . com/