জি-বাংলার সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’। ধারাবাহিকের একের পর চমকপদক ট্র্যাক নিয়ে আসছে এই মেগা। বর্তমান ট্র্যাক রুদ্রর পর্দাফাঁস হতে চলেছে।
সম্প্রতি ধারাবাহিকের একটি প্রোমো প্রকাশ পেয়েছে চ্যানেলের অফিশিয়াল পেজে। যেখানে দেখা যাচ্ছে বিধায়ক রুদ্র একটি নতুন সেতু উদ্বোধন করেছে। সেই সেতুর নিচ থেকে যাওয়ার সময় পিয়াল সহ আরও অনেকে আহত হয়।
পিয়ালের এত বড় ক্ষতি কিছুতেই মেনে নেবে না ফুলকি। ফুলকি রুদ্রকে গিয়ে চ্যালেঞ্জ করে জানায় এতগুলো মানুষের প্রাণের দাম আপনাকে দিতে হবে জামাইবাবু। রুদ্র জানায় এতে আমার কি করার আছে। ফুলকি জানায় এর পিছনে আপনারই হাত রয়েছে আর সেটা আমি সামনে আনব। ধারাবাহিকের নতুন প্রোমো ইতিমধ্যে মন জয় করে নিয়েছে দর্শকের।