
স্টার জলসা চ্যানেলে এক নম্বর ধারাবাহিক হল ‘গাঁটছড়া’। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শোলাঙ্কি রায় এবং অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়। বলাই বাহুল্য, খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে এই ধারাবাহিক। এমনকি ‘মিঠাই’ ধারাবাহিককে সরিয়ে ক্রমাগত টিআরপি টপারও হয়েছে।
তবে এত জনপ্রিয়তা সত্ত্বেও সোশ্যাল মিডিয়ায় একাংশ দর্শক ‘গাঁটছড়া’ ধারাবাহিক ঘিরে কিছু প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। ইদানীং ধারাবাহিকে দেখানো হচ্ছে, রাহুলের ষড়যন্ত্রে ভট্টাচার্য্য বাড়ি চলে গেছে প্রোমোটারের দখলে।যার জন্য ঋদ্ধিমানকে দায়ী করা হচ্ছে। সকলের সামনে স্বামীকে নির্দোষ প্রমাণ করতে পাশে এসে দাঁড়ায় খড়ি। ধারাবাহিকের এই গল্পে প্রায় বিরক্ত হয়ে উঠেছে দর্শকের একটি বড় অংশ।
দর্শকরা দাবি জানিয়েছেন, গাঁটছড়া’ ধারাবাহিকের গল্পের কোনও বাস্তবতা নেই। ক্রমাগত একই গল্প বারবার চলছে গল্পে। কখনো রাহুলের ষড়যন্ত্রে খড়ি বিপদে পড়ছে আবার কখনো ঋদ্ধিমান। তারপর আবার খড়ি নিজেকে নির্দোষ প্রমাণ করছে কখনো আবার ঋদ্ধিমান। কোনও নতুন চমক নেই গল্পে। অবাস্তব কাহিনী তুলে ধরা হচ্ছে।
দর্শকের মতে, ‘ধারাবাহিকে কোনও ভালো গল্পই নেই, শুধু কাস্টিংয়ের জোরেই টিআরপি টপার হচ্ছে গাঁটছড়া”।