জনপ্রিয় সঙ্গীত প্রতিযোগিতা ইন্ডিয়ান আইডল ১৫-এ অনন্য কণ্ঠস্বর দিয়ে গোটা বাংলার নজর কেড়েছে বাংলার মেয়ে মাণসী ঘোষ। গানের প্রতি তার একাগ্রতা ও কঠোর পরিশ্রম তাকে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার শীর্ষে।
ইন্ডিয়ান আইডলের মঞ্চে গান গাওয়া থেকে সরাসরি প্লেব্যাক গাওয়ার সুযোগ পায় এই বাঙালি কন্যা। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক রাধিকা রাও জানান, ‘আমরা মাণসীর কণ্ঠ শুনে মুগ্ধ হয়েছি। তাঁর গলায় এক বিশেষ আবেগ রয়েছে, যা আমাদের খুব ভালো লেগেছে। যদি সবকিছু ঠিকঠাক চলে, তবে আমরা ‘তেরা চেহেরা’-এর একটি ফিমেল ভার্সন তাঁর গলায় রেকর্ড করতে পারি।’
আর বাংলার মেয়ে মানসী যদি এই সুযোগ পান তাহলে বলিউডে বাঙালি শিল্পীদের সাফল্যের ধারা আরও এগিয়ে নিয়ে যেতে পারবে, মানসী হবে আগামী প্রজন্মের অনুপ্রেরণা, এমনটাই বিশ্বাস রাখেন সঙ্গীতপ্রেমী মানুষরা। মানসীর এই গানের যাত্রা আরও সফল হোক, সেই শুভকামনাই জানিয়েছে গোটা দর্শকমহল।