চালু হচ্ছে বাংলাদেশের পদ্মা সেতু। গত দশ বছরের স্বপ্নপূরণ হতে চলেছে ওপার বাংলার মানুষের। আগামী ২৫ শে জুন খোলার কথা সর্বসাধারণের জন্য। যদিও এখন পদ্মা সেতুর সড়ক পথ খুলে দিলেও রেলব্রিজটি কাজ শেষ হতে আরও কিছুদিন সময় লাগতে পারে।
পদ্মা সেতু চালু হলে কমবে দুই বাংলার দূরত্ব অর্থাৎ ঢাকার সঙ্গে দূরত্ব কমবে কলকাতার। বর্তমানে ঢাকা থেকে কলকাতায় আসতে সময় লাগে প্রায় ১০ ঘণ্টা। সেখানে পদ্মা সেতু চালু হলে কলকাতা থেকে ঢাকা যেতে সময় লাগবে সম্ভবত ৬ ঘণ্টা। এতে বাণিজ্যিক লাভও বাড়বে বলে আশা করছে ব্যবসায়ীরা।
প্রায় ১০ হাজার কোটি ব্যয়ে নির্মিত এই সেতু। গোটা বিশ্বের কাছে এই সেতু শ্রেষ্ঠত্বের খ্যাতি এনে দেবে বাংলাদেশকে। এই দোতলা সেতুর একতলায় চলবে ট্রেন এবং অপরে চলবে গাড়ি। সেতুর সবচেয়ে আকর্ষণ হল রিখটার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্পেও টিকে থাকবে।