‘৮০তে আসিও না’ ছবির ধাঁচে তৈরি হতে চলেছে নতুন ওয়েব সিরিজ ‘উলট পুরাণ’

উলট পুরাণ

প্রখ্যাত অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের ‘৮০তে আসিও না’ ছবিটির কথা মনে আছে? যেখানে এক পুকুরের জলে ডুব দিয়ে বুড়ো থেকে যুবক হয়ে গিয়েছিলেন অভিনেতা। সেই ছবির স্বাদ ফিরে পেতে চলেছে বাঙালি। বৃদ্ধ হওয়ার পর যৌবনে ফিরে যাওয়ার সেই চিত্র বাঙালির কাছে ফের তুলে ধরতে চলেছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী ও পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্যর প্রযোজনা সংস্থা।

আসছে নতুন ওয়েব সিরিজ ‘উলট-পূরাণ’। ‘৮০তে আসিও না’ ছবির ধাঁচে তৈরি হতে চলেছে এই সিরিজ। অভিনয় করছেন ইউটিউবার উন্মেষ গঙ্গোপাধ্যায়। শোনা যাচ্ছে ছবির শুটিং হয়ে গেছে। পরিচালনা করেছেন অরুণাভ মিত্র। চিত্রনাট্য লিখেছেন নিলয় সমীরণ নন্দি।

ইউটিউবার উন্মেষ গঙ্গোপাধ্যায় TV9 বাংলা সংবাদমাধ্যম’কে জানিয়েছেন, “৮০তে আসিও না’ ছবির ১৮০ ডিগ্রিতে তৈরি হয়েছে ‘উলট-পূরাণ’। এক বৃদ্ধ দম্পতির গল্প বুনবে এই ছবি। এই দম্পতি এক ভাড়া বাড়িতে থাকেন। ছেলেমেয়েরা তাদের দেখে না। সারাদিন লটারির টিকিট কেনে বৃদ্ধ এবং বৃদ্ধার সময় কাটে বাংলা সিরিয়াল দেখে। আচমকাই একদিন সকালে ঘুম থেকে উঠে তারা দেখেন যুবক-যুবতি হয়ে গিয়েছে। তাদের হঠাৎ চেহারা পরিবর্তন হওয়ায় আশেপাশে লোকদের সন্দেহ হয়। আর এইভাবেই গল্প এগাবে”।

‘উলট-পূরাণ’ সিরিজ়ে রয়েছে ৬টি এপিসোড। বৃদ্ধর চরিত্রে অভিনয় করেছেন উদয়শঙ্কর পাল এবং বৃদ্ধার চরিত্রে রয়েছেন সুচন্দ্রা চৌধুরী।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here