‘মেয়েবেলা’র পর ফের পর্দায় শ্লীলতাহানির গল্প! প্রথমদিনেই বাজিমাত করল নতুন ধারাবাহিক ‘বঁধুয়া’, গল্প মন জয় করল দর্শকের

বঁধুয়া

স্টার জলসার নতুন ধারাবাহিক ‘বঁধুয়া’। নায়কের চরিত্রে রয়েছেন অভিনেতা অভিনেতা রেজওয়ান রাব্বানি শেখ এবং নায়িকার চরিত্রে নতুন মুখ জ্যোতির্ময়ী কুন্ডু। রোজ রাত সাড়ে সাতটায় টিভির পর্দায় সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিক। মাত্র একদিন হয়েছে ধারাবাহিক শুরু হয়েছে আর তার মধ্যেই ধারাবাহিকের গল্প দর্শকের মন জিতে নিয়েছে।

ধারাবাহিকের নায়িকা শৈশবে পেখম শ্লীলতাহানির শিকার, আর সমাজের ভয়ে গোটা বিষয় ধামা চাপা দিয়ে রেখেছে তার বাবা-মা। এদিকে যৌথ পরিবারের বড় হওয়া আবিরের পছন্দ পেখম। পেখমের সঙ্গে বিয়ের পর আবির যখন গোটা বিষয় জানতে পারবে কি হবে তখন? সেই নিয়েই তৈরি ধারাবাহিক।

এই ধারাবাহিক আরও একবার উস্কে দিল ‘মেয়েবেলা’-কে। ‘মেয়েবেলা’ ধারাবাহিকে নায়কের খুড়তুতো বোন টিকলিও শৈশবে তার পিসেমশাইয়ের কাছে শ্লীলতাহানির শিকার হয়েছিল, তার পরিবারের লোকেরাও লোক লজ্জার ভয়ে গোটা ব্যাপার লুকিয়ে রাখত যার জন্য টিকলির অজান্তে বাস করেছিল কালো অন্ধকারের ছায়া।

ফের চিত্রই যেন দর্শকের সামনে তুলে ধরল নতুন ধারাবাহিক ‘বঁধুয়া’। ধারাবাহিকের গল্প প্রথমদিনই মন জিতে নিল দর্শকদের। বলাই বাহুল্য, প্রথম এপিসোডেই দর্শকের মন জায়গা করে নিল ধারাবাহিকের গল্প। নেটিজেনরা বলছেন, ‘দারুণ কনসেপ্ট, স্লট লিডের যোগ্য’।