বড় চমক! পুরনোকে টেক্কা দিয়ে নতুন মেগার জয়জয়কার

নতুন মেগা

বাংলা ধারাবাহিকের ময়দানে রাজত্ব করছে নতুন মেগারাই। আর সেটা স্পষ্ট টিআরপির তালিকায়। চলতি সপ্তাহের টিআরপি কিন্তু অন্য ইঙ্গিত দিচ্ছে। নতুনদের যেকোনো সময় প্রথম পাঁচ থেকে বিতারিত করতে পারে নতুন মেগা।

প্রথম স্থান ধরে রেখেছে ‘কথা’ ধারাবাহিক। তবে বাকিদের হাল খুব একটা ভালো নয়। নিম ফুলের মধু দশম স্থানে গিয়ে দাঁড়িয়েছে। এদিকে টিআরপির দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে নতুন ধারাবাহিক পরিণীতা আর উড়ান। তবে যুগ্মভাবে রয়েছে ফুলকি আর গীতা এলএলবিও। তবে যেকোনো সময় এই দুই নতুন মেগা তাদের হারাতে পারে।

অন্যদিকে তৃতীয় স্থানে জগদ্ধাত্রীর সাথে যুগ্মভাবে জায়গা করে নিয়েছে নতুন মেগা আনন্দী।  চতুর্থ স্থান এবং পঞ্চম স্থান রয়েছে নতুন মেগা ‘রাঙামতি তীরন্দাজ’ আর ‘গৃহপ্রবেশ’। পুরনো টিআরপির পাঁচে থাকলেও তাদের সমানতালে চলেছে নতুন মেগাগুলো। সেক্ষেত্রে আগামীদিনে পুরনো মেগাদের উপর বড় প্রকোপ পড়তে চলেছে।

নতুন একাধিক মেগা টিআরপির পাঁচে জায়গা করলেও ব্যর্থ হল আদৃত রায়ের নতুন ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’। এই ধারাবাহিক নিয়ে বেশ আশা ছিল চ্যানেলের। কারণ আদৃতের প্রথম ধারাবাহিক ব্যাপক হিট। সেদিক থেকে তেমন ফল পেল না এই মেগা।

প্রথম – কথা (৭.৫)

দ্বিতীয় –  গীতা এলএলবি । ফুলকি । পরিণীতা । উড়ান (৭.০)

তৃতীয় – আনন্দী । জগদ্ধাত্রী ৬.৮

চতুর্থ – কোন গোপনে মন ভেসেছে । রাঙামতি তীরন্দাজ (৬.৭)

পঞ্চম – গৃহপ্রবেশ (৬.৪)

ষষ্ঠ – তেঁতুলপাতা (৬.২)

সপ্তম – শুভ বিবাহ (৬.১)

অষ্টম – অনুরাগের ছোঁয়া + হরগৌরী পাইস হোটেল (৫.৯)

নবম – মিত্তির বাড়ি (৫.৩)

দশম –  নিম ফুলের মধু (৫.১)