‘চাকরি চলে যায় বাবার! লোকের বাড়ি রান্নার কাজ করে রুবেলের স্বপ্ন পূরণ করে মা’, চোখে জল অভিনেতার

অভিনেতা রুবেল দাস

অভিনেতা রুবেল দাস বাংলা বিনোদন জগতের এক জনপ্রিয় অভিনেতা। এই মুহূর্তে তাকে প্রতিদিন দর্শক দেখতে পারছেন ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে। সৃজন এবং পর্ণার জুটি ভালো জনপ্রিয়তা অর্জন করেছে ছোটপর্দায়। এর আগেও একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।

একসময় মাকে নিয়ে ‘দাদাগিরি’র মঞ্চে এসেছিলেন রুবেল। আর সেই মঞ্চেই ব্যক্তিগত জীবনের স্ট্রাগেলের কথা বলতে গিয়ে চোখে জল অভিনেতার। শুধু রুবেল নয়, তার অতীতে কথা শুনে অনেকের চোখেই জল চলে আসে।

এদিন একটি ভিডিও ‘দাদাগিরি’র মঞ্চের স্ক্রিনে ভেসে ওঠে। যেখানে দেখা যায়, দুই সন্তান এবং পুরো পরিবারকে একাই সামলান রুবেলের মা। রুবেল ছোট থাকতেই চাকরি চলে যায় তার বাবার এরপর ছেলেদের মানুষ করতে সেলাইয়ের কাজ করেন তার মা, যা অর্থ উপার্জন করতেন তা দিয়ে কোনোমত সংসার চলে যেত।

রুবেল একজন বড় ডান্সার হতে চলেছিলেন। ডান্স বাংলা ডান্স-এর বিজয়ী হওয়ার পর মুম্বাই চলে যান রুবেল। সেই সময় খরচ চালাতে তার মা লোকের বাড়ি রান্না থেকে আয়ার কাজ করছেন শুধুমাত্র ছেলের স্বপ্ন পূরণ করতে।

মায়ের সেই কষ্টের কথা শুনে কেঁদে ফেলেন রুবেল। অভিনেতা জানান, ‘মায়ের বলিদান বলে শেষ করতে পারব না। সব মায়েদেরই বলিদান থাকে। আমার মা একটু বেশিই করেছে। যেই সময় বাবার পাশে থাকার কথা ছিল, তখন পাইনি। মা যেভাবে আমাকে আর আমার দাদাকে মানুষ করেছে। দাদাও বাবার দায়িত্ব নিয়ে পাশে ছিল। সবসময় বলে গেছে, তুই যা স্বপ্ন পূরণ কর। মাও বলত, ছোটবেলা থেকে যেমন যা চেয়েছিস পেয়েছিস, পরেও পাবি। এসব ভাবিস না। তুই নিজের স্বপ্নপূরণ কর।’

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here