নিজের পুরস্কারের টাকা দিয়েই বাড়ির রাঁধুনিকে ফোন কিনে দিল ছোট বালক, কুর্নিশ নেটিজেনদের

অঙ্কিত

কথায় আছে, পরিবারের শিক্ষাই আসল শিক্ষা। পরিবারের বড়োদের আচরণ একটি শিশুর মধ্যে বেড়ে উঠেছে। মাঝেমধ্যে শিশুদের কিছু কাজকর্ম থেকেও আমারা শিক্ষা পাই। তেমনি এক নজির গড়ল চেন্নাইয়ের এক ছোট্ট বালক।

চেন্নাইয়ের এক ছোট্ট বালক এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছেলেটির নাম অঙ্কিত। তার বাবা ভি বালাজির শেয়ার করা পোস্ট থেকে জানা যায়, ছোট অঙ্কিত সপ্তাহান্তের টুর্নামেন্টে খেলে ৭ হাজার টাকা পুরস্কার জিতেছে। আর নিজের অর্জিত অর্থ থেকে প্রথমে তার বাড়ির রাঁধুনিকে একটি ২০০০ টাকা দামের মোবাইল কিনে দেয়। সেই রাঁধুনি  সরোজের ছোট থেকে অঙ্কিতের দেখাশোনা করে। তাই অঙ্কিত নিজের প্রথম আয়ের থেকে সরোজকে উপহার দেন। ছেলের এই কাজে গর্ব বোধ করছেন ভি বালাজি।

অঙ্কিতের এই কাজে তার বাবা এতটাই গর্ব বোধ করেন যে তিনি সকলের সঙ্গে সেটা শেয়ার না করে পারেন না। ছবিতে দেখা যাচ্ছে রাঁধুনি মহিলাটির হাতে মোবাইল আর তার মুখে একরাশ হাসি। পাশে দাঁড়িয়ে রয়েছে ছোট বালকটি।

অনেক ক্ষেত্রেই দেখা যায়, বাড়ির রাঁধুনি-যারা কাজ করেন তাদের প্রতি অনেকেই অবহেলা করে থাকেন কিন্তু সেখানে এই ছোট বালক আর তাদের রাঁধুনির ভালোবাসা দেখে ছোট বালক এবং তার বাবা-মাকে কুর্নিশ জানাচ্ছেন।