হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত, বয়স হয়েছিল ৭১। আজ (বুধবার) দুপুরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
বেশ কয়েকদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত । আচমকাই শারীরিক অবস্থা অবনতি হওয়ায় ২২ তারিখ হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। ২১ দিন আইসিইউতে জীবন যুদ্ধে লড়াই চালিয়েছেন। কিন্তু সব মায়া ত্যাগ করে আজ দুপুরে চলে গেলেন অভিনেত্রী স্বাতীলেখা।
কিছুদিন আগেই ২২ শে মে ৭১-এ পা দিয়েছিলেন অভিনেত্রী। দীর্ঘ ৩১ বছর পরে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে জুটি বেঁধে “বেলা শেষে” ছবির হাত ধরে পর্দায় ফিরেছিলেন। “বেলা শেষে”তে দুইজনের চরিত্র বাঙালির মনে দাগ কেটে গিয়েছে।
“বেলা শেষে”তে তাদের রসায়ন দেখে দর্শক এতটা আবেগপ্রবণ হয়ে পড়েছিল যে সৌমিত্র ও স্বাতীলেখাকে দিয়ে ‘বেলাশুরু’-তে অভিনয় করানো হয়। তবে ছবি মুক্তির আগেই চলে গেলেন বাংলা ইন্ডাস্ট্রির দুই নক্ষত্র। গত বছর নভেম্বর প্রয়াত হন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তার ৭ মাসের মাথায় আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত।