জামাই ষষ্ঠী স্পেশাল, অভিনেতা নীলের প্রথম ষষ্ঠীতে মেনু কি?

নীল ভট্টাচার্য

নীল ভট্টাচার্য এবং তৃনা সাহার বিয়ের পর এই প্রথম জামাই ষষ্ঠী। জামাই আদরের জন্য রীতিমতো তৈরি তৃণার পরিবার। জামাই খাদ্য-রসিক। তাই এই দিনটি একেবারে মিস করবেন না নীল। আজ ডায়েট বাদ। জামাই ষষ্ঠী মেনুতে কি রয়েছে সিক্রট ফাঁস করলেন তৃণার মা সবিতা দেবী।

জামাইয়ের প্রশংসায় পঞ্চমুখ সবিতা দেবী, তিনি জানায়, “নীল আমাদের কাছে জামাই নয় বরং নিজের ছেলের মতো। তাই ওর পছন্দের জিনিস আমরা ভালোভাবে জানি। নীল আমাদের কাছে আদরের ছেলে, ও খুব ছেলেমানুষ। তাই আজকের দিনটি নীলের জন্য আমি নিজের হাতের সব স্পেশাল ওর পছন্দের পদ রান্না করেছি”।

জামাই ষষ্ঠী মেনুতে কি রয়েছে? তৃণার মা জানায়, সব বাঙালি আয়োজন। খাসির মাংস  ভীষণ প্রিয় নীলের। তাই মেনুতে ওটা রয়েছে প্রথমে। এছাড়াও রয়েছে বাসন্তী পোলাও, লুচি, ধোঁকার ডালনা, ডাব চিংড়ি, ভেটকি পাতুরি, মিষ্টি দই, রসগোল্লা, আমের চাটনি।

জামাই ষষ্ঠী উপলক্ষে নীল তার শাশুড়ি মায়ের জন্য একটি সুন্দর শাড়ি উপহার দিয়েছেন। পেয়েছেন রিটার্ন গিফটও। জামাইয়ের পছন্দ ও অপছন্দের তালিকা যেহেতু শ্বশুর-শাশুড়ি জানা। তাই ষষ্ঠী হিসাবে জামাইকে একটা মোবাইল গিফট করেছেন তারা।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here