ব্যাঙ্ককর্মী থেকে একজন দক্ষ অভিনেতা! দর্শকের হৃদয়ে আজও রয়ে গেছেন প্রয়াত অভিনেতা গৌতম দে

অভিনেতা গৌতম দে

বাংলা ইন্ডাস্ট্রির এমন কিছু প্রতিভাবান অভিনেতারা রয়েছে যারা বর্তমানে আমাদের মধ্যে নেই। কিন্তু তাদের অভিনয় আজও দর্শকের মনে রয়েছে। তাদের মধ্যেই একজন হলেন প্রয়াত অভিনেতা গৌতম দে।

অভিনেতা গৌতম দে এমন একজন ব্যক্তিত্বের লোক ছিলেন যার মুখে সবসময় হাসি লেগে থাকত। জন্মভূমি’ সিরিয়ালের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। দক্ষতার জেরেই তাকে কোনোদিন পিছনে ফিরে তাকাতে হয়নি।

অনেকেই হয়তো জানান না অভিনেতা গৌতম দে অভিনয় জগতে আসার আগে একজন ব্যাঙ্ককর্মী ছিলেন। স্টেট ব্যাঙ্কে চাকরি করতেন তিনি। জীবনদীপ ও রাসবিহারী ব্রাঞ্চে দীর্ঘদিন কাজ করেছিলেন। ধীরে ধীরে নাটকের হাত ধরেই অভিনয়ে প্রবেশ করেছিলেন। ছদ্দবেশী ,দম্পতি, বৈশাখী ঝড় ইত্যাদি নাটকে অসাধারণ অভিনয় করেন।

অভিনেতা গৌতম দে

তবে সবচেয়ে খ্যাতি অর্জন করেছিলেন ‘জন্মভূমি’ সিরিয়ালের মাধ্যমে। এই জনপ্রিয় সিরিয়ালে তিনি নরনারায়ণ চরিত্রে অভিনয় করেছিলেন। তার সেই দুর্দান্ত অভিনয় আজও বাঙালির মনে গেঁথে রয়েছে। এরপর একাধিক সিরিয়াল ও সিনেমায় অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন।

কখনো খল চরিত্র আবার কখনো পজেটিভ চরিত্র, তার অভিনয়ে প্রতিবারেই মুগ্ধ হয়ে যেতেন দর্শক। রবি ঘোষ, দুলাল লাহিরি, লিলি চক্রবর্তীর মত শিল্পীদের সঙ্গে কাজ করেছেন। নতুন প্রজন্মের শিল্পীদের মধ্যে ঋতাভরী চক্রবর্তীর সাথেও কাজ করে গেছেন এই অভিনেতা।

শেষ জীবনেও গৌতম দে ‘কুসুম দোলা’, ‘হৃদয় হরন বিএ পাস’, ‘করুণাময়ী রানী রাসমণি ‘ ইত্যাদি সিরিয়ালগুলি দর্শকদের উপহার দিয়ে গেছেন। তবে ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবনের শেষ যুদ্ধটা আর জয়ী হতে পারেননি তিনি। ২০১৮ সালের ২৪ শে ডিসেম্বর ক্যান্সারে প্রয়াত হন। বাঙালির মনে তিনি ছিলেন আর সর্বদা থাকবেন।

সুত্রঃ bongtrend . com/bengali-actor-gautam-dey-left-us-at-the-age-of-65-suffering-from-cancer-psm/

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here