২০১৯ সালের ডিসেম্বরে ৭২ হাজার সিগ-৭১৬ রাইফেল আমেরিকা থেকে কিনেছিল ভারত। এবার ওই একই পরিমাণ কেনার জন্য আমেরিকাকে জানিয়েছে ভারত।
আরো পড়ুন। চিনের বিরুদ্ধে ভারতের পাশে থাকবেনা আমেরিকা ধারণা বোল্টনের
জঙ্গিদমনের জন্য ও কাশ্মীরের জন্য নিরাপত্তাবাহিনীরা অত্যাধুনিক সিগ-৭১৬ রাইফেল ব্যবহার করে। এই অস্ত্র পর্যাপ্ত পরিমাণে থাকলে শত্রুদের সাথে মোকাবিলায় সুবিধা হবে। সেনার এক আধিকারিক জানিয়েছেন, এই মুহূর্তে সেনার ইনফ্যান্টরি ডিভিশনের জন্য ৮ লক্ষ অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেলের প্রয়োজন। সেই চাহিদা মেটাতে ৭২ হাজার মার্কিন রাইফেলের বরাত দেওয়া হয়েছে।
আরো পড়ুন। করোনার জন্য চিনকে নিশানা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বর্তমানে ৫.৫৬mm INSAS (Indian Small Arms System) রাইফেল ব্যবহার করছেন সৈনিকরা। তবে এই অস্ত্র গুলি যান্ত্রিক গোলযোগ দেখার কারণে এই যন্ত্রের বিকল্প খুঁজছে ফৌজবাহিনী। গত জুন মাসে সেনার তিন বাহিনীকেই ৫০০ কোটি টাকা প্রতি প্রকল্পে অস্ত্র কেনার ছাড়পত্র দিয়েছে মোদি সরকার।