করোনার আবহে বন্যা পরিস্থিতি অসম,বিহার সহ একাধিক রাজ্যে

বন্যা পরিস্থিতি অসম

কোভিড-১৯ মহামারীর আবহে বন্যা ভাসছে দেশের একাধিক রাজ্য । অসম, বিহারের পাশাপাশি উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলির অবস্থা শোচনীয় । দেশের ভয়াবহ বন্যায় মৃতদের উদ্দেশে শোকজ্ঞাপন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও।

আরও পড়ুন : সিডিসি বলছে মার্কিন যুক্তরাষ্ট্রে রোজ মৃত্যুর সংখ্যা প্রায় ১০৪৭

ক্রমাগত বৃষ্টিতে অসমের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে । জলমগ্ন প্রায় গোটা রাজ্যের ২৬ টি জেলা । মৃত্যু হয়েছে কমপক্ষে ৯০ জনের । ক্ষতিগ্রস্ত হয়েছেন ২৬ লক্ষ মানুষ । বন্যায় বেহাল দশা বিহারেরও । ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় সাড়ে চার লক্ষ লোক । জলের তলায় ডুবে গিয়েছে বিহারের অন্তত ১০টি জেলা । উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে দুর্যোগের বলি হয়েছেন অন্তত ৫ জন । প্রবল বৃষ্টি আর হাতিনালার জলে বিধ্বস্ত উত্তরবঙ্গের জেলাগুলিও ।

আরও পড়ুন : যুক্তরাজ্যের সরকার লোককে কর্মস্থলে ফিরে আসতে উৎসাহিত করছে, তবে স্কটল্যান্ড এই পথে নরাজ

বন্যার জলে ভেসে গিয়েছে চাষের জমি । ২০২০তে বছর বন্যা এবং ভূমিধসে অসমে মৃত্যু হয়েছে অন্তত ১১৫ জনের । বন্যায় কাজিরাঙায় ১২০টি প্রাণীর মৃত্যু হয়েছে । উদ্ধার করা হয়েছে ১৪৭টি বন্যপ্রাণ ।

ইতিমধ্যেই বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র-সহ অসমের একাধিক নদী । একই চিত্র দেখা গিয়েছে বিহারেও । নতুন করে বৃষ্টির জেরে কোশি, গন্ডক-সহ একাধিক নদীতে মাত্রাতিরিক্ত ভাবে বেড়েছে জলের মাত্রা।

আরও পড়ুন : লকডাউনের কারণে নারী এবং যুবকেরা মানসিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ

এদিকে দিল্লি মৌসম ভবনের তরফে আগামী কয়েকদিন বিহার, অসম, পশ্চিমবঙ্গে বৃষ্টি বাড়বে বলেও সতর্কতা জারি করা হয়েছে । রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলার সময় ভারতে বন্যা ও মহামারীতে মৃত ভারতীয়দের জন্য শোকপ্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here