স্বপ্ন ছিল অধ্যাপক হওয়ার, ভাগ্যক্রমে আজ টলি থেকে বলিউডে যাচ্ছেন অভিনেতা শুভ্রজিৎ দত্ত

অভিনেতা শুভ্রজিৎ দত্ত

বাংলা ইন্ডাস্ট্রির অতি পরিচিত মুখ অভিনেতা শুভ্রজিৎ দত্ত । বাংলার দর্শক বহু বছর ধরে তার অভিনয় পছন্দ করে এসেছেন। একাধিক ধারাবাহিকে পজেটিভ ও নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন এই জনপ্রিয় অভিনেতা। সব রকম চরিত্রেই তিনি সাবলীল।

শাশ্বত ভট্টাচার্যের সাথে ‘শবর’ সিরিজের ‘নন্দ’ চরিত্রে অভিনয় করে প্রচুর প্রশংসা পেয়েছিলেন। থিয়েটার, ছোট পর্দা থেকে বড় পর্দা- ওয়েব সিরিজ, সবেতেই দুর্দান্ত। নিজের অভিনয় দক্ষতায় আজ টলি থেকে বলিউডে পা রাখতে চলেছেন অভিনেতা শুভ্রজিৎ দত্ত ।

সূত্রের খবর অনুযায়ী, অভিনেতা শুভ্রজিৎ হিন্দি ওয়েব সিরিজে ডেবিউ করছেন। রোহন ঘোষের পরিচালনায় ‘হায় তওবা’ র তৃতীয় সিজনে অভিনয় করতে চলেছেন এই অভিনেতা। একজন জমিদার বাড়ির কর্তা হিসেবে তিনি অভিনয় করবেন এবং তার বিপরীতে রয়েছেন একাবলী খান্না৷

যার অভিনয় দেখে মুগ্ধ দর্শক, জীবনে তিনি কখনোই অভিনেতা হতে চাননি বরং অধ্যাপক হওয়ার স্বপ্ন ছিল শুভ্রজিৎ দত্তের। প্রথমে হিঞ্জলগঞ্জের এক স্কুলে শিক্ষকতার চাকরি করতেন। লক্ষ্য ছিল কলেজে পড়ানোর। সংসারের অভাবে সেই স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায়। আকাশ বাংলায় রিসার্চার হিসেবে নন-ফিকশন প্রজেক্টে জড়িয়ে যান। আর সেখান থেকেই আজকে একজন সফল অভিনেতা।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here