ফের দুঃসংবাদ! প্রয়াত স্বর্ণযুগের বিখ্যাত অভিনেত্রী, শোকস্তব্ধ গোটা দুনিয়া

অভিনেত্রী চিত্তাজাল্লু কৃষ্ণভেণী
দুঃসংবাদ যেন বিনোদন জগতের পিছু ছাড়ছে না। এবার তেলেগু ইন্ডাস্ট্রিতে নেমে এলো শোকের ছায়া। য়াত হলেন তেলুগু সিনেমার স্বর্ণযুগের জনপ্রিয় তেলুগু অভিনেত্রী চিত্তাজাল্লু কৃষ্ণভেণী৷ তার প্রয়াণে নেমে এলো অন্ধকারের ছায়া।
বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মারা যান এই প্রবীণ অভিনেত্রী। মৃত্যুকালীন বয়স হয়েছিল ১০০ বছর। ১৬ ফেব্রুয়ারি, রবিবার নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অভিনেত্রী চিত্তাজাল্লু কৃষ্ণভেণী
বেশ কয়েকটি যুগান্তকারী ছবিতে কাজ করেছেন যা চিরস্মরণীয় হয়ে থাকবে দর্শকের মনে। সতী অনসূয়া, দক্ষিণ যজ্ঞ, ভোজ-কালিদাস, জীবনজ্যোতি, তুকারাম, কাঁচা দেবযানী এবং মানদেশমের মতো উল্লেখযোগ্য ছবিতে কাজ করেছিলেন।