এই মুহুর্তে জি-বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। গল্পের নায়ক নায়িকা আর্য-অপর্ণার অনস্ক্রিন জুটি যেমন দর্শকের মন জয় করে নিয়েছে তেমনই ভিলেন চরিত্রেও তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী তন্বী লাহা রায়। গল্পে মীরা চরিত্রে দারুণ মানিয়েছে অভিনেত্রীকে।
সম্প্রতি মীরা চরিত্রের জন্য বিশেষ পুরস্কারে পুরস্কৃত হয়েছেন অভিনেত্রী। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে তন্বী লেখেন, ‘মীরার প্রতি তোমার ভালোবাসার জন্য। মীরাকে মানুষের পছন্দের জন্য তৈরি করা হয়নি, সারা জীবন মনে রাখার জন্য তৈরি করা হয়েছে।’
অভিনেত্রী আরও লেখেন, ‘মীরা খারাপ ছিল না, তাকে অবমূল্যায়ন করা শেষ হয়ে গিয়েছে। মীরা আগুনের মধ্যে দিয়ে হেঁটেছে, নিজেকে শেষ করে দিয়েও হেসেছে, সে এমন অনেক সত্যিই সহ্য করেছে যা অন্য কেউ সহ্য করতে পারতো না। ধন্যবাদ অন্ধকারের ভেতরে লুকিয়ে থাকা সৌন্দর্যকে দেখার জন্য। এই পুরস্কার শুধুমাত্র দর্শকদের উদ্দেশ্যে।’
টিভির পর্দায় নেতিবাচক চরিত্রে অভিনয় করলেও বাস্তবে একের পর এক ঝড় বয়ে গেছে অভিনেত্রীর জীবনে। গত বছর মা চলে যাওয়ার পর রাজদীপ গুপ্তের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন ত্বনী। কিন্তু আচমকাই ভেঙে যায় সেই সম্পর্ক। আপাতত সিঙ্গেল লাইফ কাটাচ্ছেন ছোটপর্দার মীরা।
View this post on Instagram

