জি বাংলায় আসছে নতুন গল্প। মা ও দুই ছেলের গল্প নিয়ে আসছে এই মেগা ধারাবাহিক। ‘অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট’-এর ব্যানারে আসছে এই মেগা। মা ও দুই ছেলের মিষ্টি সম্পর্কে গল্পে গড়ে উঠবে।
মায়ের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী অঞ্জনা বসুকে। এবং দুই ছেলের চরিত্রে অভিনয় করবেন সায়ন মুখার্জি এবং আর্য দাসগুপ্ত। নায়িকার চরিত্রে দেখা মিলবে অভিনেত্রী তানিষ্কা তিওয়ারির। এই প্রথম তার নায়িকা চরিত্রে অভিনয়।
মূলত সায়নের বিপরীতে থাকবে তানিষ্কা। আর আর্যের সাথে লুকনো সম্পর্ক থাকবে। এখনো নাম ঠিক হয়নি ধারাবাহিকের। কথাবার্তা চূড়ান্ত হয়েছে।