প্রায়ই বলিউডের অভিনেতা ও অভিনেত্রীদের ডিপ্রেশন নিয়ে বলতে শোনা যায়। সেদিক থেকে দেখতে গেলে অবসাদের অভিজ্ঞতা ভাগ করতে টলিউড এখনও নীরব। তবে হঠাৎ টলিউডে ডিপ্রেশনের কথা শোনা যাচ্ছে। সেই অভিজ্ঞতা শেয়ার করলেন স্বয়ং সরব স্বস্তিকা।
দীপিকা পাড়ুকোনের পর এবার নতুন করে অবসাদ নিয়ে মুখ খুললেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা। তবে হঠাৎ ডিপ্রেশন নিয়ে কেন সরব স্বস্তিকা ?
মানুষের শরীরও একটা। মনও একটা। শরীরের যেমন দিন খারাপ যায়, মানুষের মনেরও দিন খারাপ যায়। এক কথায় বলতে গেলে “মনেরও শরীর খারাপ হয়”
‘হইচই’ ওটিটি প্ল্যাটফর্মে ২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সৌরভ-নয়না-স্বস্তিকা অভিনীত ‘চরিত্রহীন ৩’। এই ছবিতে নিজের চরিত্রে অভিনয় করতে গিয়েই তিনি বেশি করে বুঝতে পেরেছেন, এমন একজনকে দরকার যে মনের সব কথা শুনবে।
প্রযোজনা সংস্থার থেকে একটি ভিডিও ক্লিপিং শেয়ার করা হয়েছে। যেখানে স্বস্তিকা মুখোপাধ্যায় জানিয়েছেন, যে ছেলেটি সোশ্যাল অ্যাংজাইটিতে ভুগে ক্লাসের এক কোণায় বসে থাকে, তার দিকে সহানুভূতির হাত তো পৌঁছয়ই না। বরং তাকে বুলি হতে হয় তারই তথাকথিত বন্ধুদের কাছে।
View this post on Instagram
অন্যদিকে, বাড়ির অত্যাচারিত বৌ গায়ের মার খাওয়ার কালশিটে দাগ ঢাকেন চওড়া হাসিতে। সমাজ তাকে এমনটাই করতে শিখিয়েছে। দিনের পর দিন ঘরের কাজ করতে করতে তিনি ভুলেই যান, তারও আলাদা একটা জীবন আছে!
অভিনেত্রীর নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছেন, প্রিয়জনের আকস্মিক প্রয়াণ মেনে নিতে কেউ পারেন না। অবসাদে ভুগতে থাকেন তাঁরা। তাঁদের কথা শোনার কেউ থাকে না। তাই অভিনেত্রীর একান্ত অনুরোধ, এই বাস্তব দুনিয়ায় একা হতে হতে অবসাদে যাওয়া মানুষদের পাশে দাঁড়ানোর সময় এসেছে।
স্বস্তিকা অবসাদের উপলব্ধি শেয়ার করার সময় জানান, “কথা বলার চেয়ে কথা শুনুন, আজকের দিনে কথা শোনার লোক ভীষণ অভাব।’’