18 ই ডিসেম্বর, শুক্রবার সক্কাল সক্কাল নেহা কক্কর বেবি বাম্পের ছবি নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় নেট দুনিয়ায়। ইনস্টাগ্রামে নেহা কক্কর এবং রোহনের একটি ছবি পোস্ট করেন নেহা। আর সেই ছবিতে নেহার বেবি বাম্প নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে যায়।
পোস্টে নেহা ক্যাপশনে লিখেছিলেন, ‘খেয়াল রকখা কর। এবং কমেন্ট বক্সে রোহনপ্রীত জানান, ‘অব তো কুছ জাদা হি খেয়াল রখনা পড়েগা’ সন্দেহ আরও গাঢ় হয় যখন কপিল শর্মা থেকে শুরু করে গায়িকার দাদা টোনি কক্কর শুভেচ্ছা পাঠান নেহাকে।
বিয়ের এখনও দু’মাসও কাটেনি বলে অনেকে প্রশ্ন তোলেন। আবার নেহার ভক্তরা শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে সব কৌতূহলে জল ঢেলে দিলেন পারাৎজিদের ক্যামেরা।
আরও পড়ুন । হানিমুনের পরেও চোখে হারাচ্ছেন রোহনকে
গায়িকা নেহা কক্কর অন্তঃসত্ত্বা নন। পুরোটাই পাবলিসিটি স্টান্ট। বেলা গড়াতে বলিউডের বিখ্যাত পাপারাৎজি বরিন্দ্র চাওলা ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে নেহা এবং রোহনপ্রীতকে মুম্বই এয়ারপোর্টে দেখা যাচ্ছে। তবে উধাও নেহার বেবি বাম্প। আর তারপর থেকেই শুরু হয়ে যায় ট্রোল। নেটিজেনদের মধ্যে কৌতূহল বেড়ে যায়, নেহার প্রেগন্যান্সির খবর আদৌ কতটা সত্যি?
মুম্বইয়ের একটি সংবাদ মাধ্যমদের দাবি, নেহা এবং রোহনপ্রীতের নতুন মিউজিক “খেয়াল রকখা কর’ প্রোমোশনের জন্য জন্য দুইজনের পাবলিসিটি স্টান্ট ছিল এটি। তারপর কিছুক্ষণ পর নেহা কক্কর তার নিজের ইনস্টাগ্রাম মিউজিক ভিডিওর ছবি পোস্ট করেন এবং তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলিংয়ের মুখে পড়তে হল সদ্য বিবাহিত দম্পতিকে।