বড়পর্দায় কিংবদন্তি অভিনেত্রীর বায়োপিকে এবার নায়িকা স্বস্তিকা দত্ত

 স্বস্তিকা দত্ত

টলিউডে একসময় বাংলা সিনেমার রানী বলা হত তাকে, মাত্র ২৬ বছর বয়সেই প্রায় ৮০টি ছবিতে নায়িকা হিসেবে কাজ করেছিলেন কিংবদন্তি অভিনেত্রী মহুয়া রায়চৌধুরী। আগুনে পুড়ে গিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। টানা ১০ দিন মরণপণ লড়াইের পর ১৯৮৫ সালের ২২ জুলাই মারা যান অভিনেত্রী।

বছরখানেক আগেই অভিনেত্রী মহুয়ার স্মরনে তার বায়োপিকের নাম ‘গুনগুন করে মহুয়া’-র ঘোষণা হয়েছিল। বর্তমানে সেই ছবি নিয়েই কাজ চলছে। মহুয়া চরিত্রে লুক টেস্টের জন্য উঠে আসছে একের পর এক নাম। অয়ন্যা, রাজনন্দিনীর পর টলিপাড়ায় নতুন নাম স্বস্তিকা দত্ত। জানা যাচ্ছে আপাতত লুক টেস্ট চলছে তার।

কোনো অভিনেত্রীকেই এখনও পর্যন্ত নির্বাচন করা হয়নি। টেলিভিশন দিয়ে কেরিয়ার শুরু করেন স্বস্তিকা। ভজ গোবিন্দ, কী করে বলব তোমায়ের মতো ধারাবাহিকে অভিনয় দিয়ে খুব অল্প সময়ে দর্শক মনে জায়গা করে নিয়ে ছিলেন স্বস্তিকা।

বর্তমানে যদিও সিনেমা আর সিরিজেই কাজ করছেন। গভীর জলের মাছ, বসন্ত এসে গেছে-র মতো সিরিজেও কাজ করেছেন অভিনেত্রী। তবে বড়পর্দায় তার সব কাজই পার্শ্বচরিত্রে। তবে মহুয়ার বায়োপিকে সুযোগ পেলে, বড়পর্দায় নায়িকা হিসাবে এটা হবে তার প্রথম কাজ।