যার শুরু আছে তার শেষও আছে। টিআরপি অনুযায়ী একের পর এক সিরিয়াল বিদায় নিচ্ছে পর্দা থেকে। এবার মাত্র ৮ মাসেই ছোটপর্দায় পথ চলা শেষ করল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিকটি।
চলতি বছরের ১৩ ই মার্চ শুরু হয়েছিল স্টার জলসার এই ধারাবাহিক। শুরুতেই ছোটপর্দায় বিংশ শতাব্দীর প্রেক্ষাপট এনেই বাজিমাত করেছিল স্টার জলসা। ব্রিটিশ শাসনে বাউন্ডুলে, লেখাপড়া না-করা কিশোর মানিক এবং বুদ্ধিমতী মেয়ে কমলার জীবনের গল্প নিয়ে আবর্তিত এই ধারাবাহিকের গল্প। যেখানে ছিল না কোনও পরকীয়া, কুটকাচালি।
ধারাবাহিকের দুই শিশু শিল্পী কমলা ও পৃথ্বীরাজের চরিত্রে দেখা যাচ্ছে অয়ন্যা চট্টোপাধ্যায় ও সুকৃত সাহাকে। প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ সম্প্রচারিত হয় এই ধারাবাহিক। শুরুতে টিআরপি তালিকায় থাকলেও বর্তমানে টিআরপি তলানিতে এই ধারাবাহিকের।
তাহলে কি শুধু এই কারণেই বন্ধ হচ্ছে ধারাবাহিক? নাকি রয়েছে আরও অন্য কোন কারণ। আগে শোনা গিয়েছিল ধারাবাহিকের স্লট বদল হবে। তবে সন্ধ্যের স্লটে প্রতিদ্বন্দী চ্যানেলের শিমূলকে টেক্কা দিতে ব্যর্থ কমলা-মানিক জুটি। তাই কি এমন কঠিন সিদ্ধান্ত। মন খারাপ গোটা ইউনিটের।
সুত্রে খবর, আগামী ১৯ নভেম্বর ধারাবাহিকের শেষ সম্প্রচার। আর ১১ নভেম্বর হবে শেষ শ্যুটিং। এর মাঝেই সিরিয়াল বন্ধের খবর নিয়ে মুখ খুলেছে গল্পের সুহাসিনী ওরফে অভিনেত্রী গীতশ্রী রায়। অভিনেত্রী আক্ষেপের সুরে জানান, “এই সিরিয়ালের কেন্দ্রে কোনও সাংসারিক ঝামেলা ছিল না। গল্পটা ছিল একেবারেই অন্য রকম। আমি প্রথম বার এমন ধরনের চরিত্রে অভিনয় করলাম। সেটা ভাল লাগছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, সবাই আমায় দেখলেই বলেন খুব ভাল সিরিয়াল, অথচ টিআরপিই উঠল না। এ বার ব্যবসাটাও তো একটা ব্যাপার না। তাই কিছুই বুঝতে পারলাম না।”
ইতিমধ্যেই সামনে এসেছে ব্লুজ প্রোডাকশনের আসন্ন মেগা গীতা LL.B-র স্লট। শোনা যাচ্ছে, ২০শে নভেম্বর থেকেই কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের জায়গা নেবে এই মেগা। মানিক এবং কমলার জুটি দর্শকের ভীষণ পছন্দের ছিল। স্বাভাবিক ভাবেই ধারাবাহিক বন্ধে মন খারাপ ভক্তদের।