বহু পরিশ্রমের পর টিআরপির প্রথম স্থানে উঠে এসেছে জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’। যার নাম নামভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী পল্লবী শর্মা এবং অভিনেতা রুবেল দাস। ধারাবাহিক শুরু থেকেই পর্ণা এবং সৃজনের জুটি আপন করে নিয়েছেন দর্শক।
যারা ধারাবাহিকের দর্শক তারা জানেন, প্রথমদিকে ধারাবাহিকের গল্পের ভিলেন ছিল তিন্নি। তবে বর্তমানে তার জায়গায় এসেছে ইশা। সৃজনের জীবন থেকে পর্ণাকে সরাতে রীতিমতো মরিয়া ঈশা। আর তার সাথে হাত মিলিয়ে কৃষ্ণা এবং মৌমিতা।
দত্তবাড়ির ব্যবসা হাতানোই মূল লক্ষ্য ইশার। আর তার জন্যই সে এখানে এসেছে। সৃজন এবং পর্ণার মধ্যে বারবার ঝামেলা সৃষ্টি করছে। কিন্তু পর্ণা রীতিমতো তাকে টাইট দিচ্ছে প্রতিনিয়ত। তবে এবার ঈশার পর্দাফাঁস করবে পর্ণা।
ধারাবাহিকের আগামীদিনে দেখা যাবে, ঈশা কৃষ্ণাকে বলে “তোমার ফোনে একটা ওটিপি ঢুকবে। সেটা আমায় বলো।” ঠিক সেই মুহূর্তে চলে আসে পর্ণা। সকলের সামনে পর্ণা ঈশাকে জানায়, “তুমি যে মিস্টার বাজুড়িয়াকে টাকাগুলো দিচ্ছো সেগুলো বুঝি তোমার নিজের টাকা”? পর্ণা মুখে এইকথা শুনে চমকে ওঠে ঈশা। এবার দেখার বিষয় কীভাবে ঈশা ধরা পড়ে?