বেশ কিছুদিন আগেই মাকে হারিয়েছেন ‘রান্নাঘর’ খ্যাত সঞ্চালিকা অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। আইসিইউ-তে দীর্ঘ লড়াইয়ের পর জীবন যুদ্ধে হার মানেন দিপালী মুখোপাধ্যায়।
মা-কে হারিয়ে স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েন সুদীপা চট্টোপাধ্যায়। কিন্তু তার মাঝেই নেটিজেনদের কটাক্ষের সম্মুখীন হতে হয় তাকে। কিন্তু কেন?
নিয়ম অনুযায়ী, চার দিনের মাথায় মায়ের পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করতে হয় মেয়েদের। সেই মতেই নিজের মায়ের কাজ সারছিলেন সুদীপা। কিন্তু তার মাঝেই ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সঞ্চালিকা অভিনেত্রী। আর তারপরেই ধেয়ে আসে কটাক্ষ।
আসলে বাকি পাঁচটা সেলিব্রেটির মতোই সুদীপা সোশ্যাল মিডিয়ায় ভীষণ একটিভ। মাঝে মধ্যেই নিজের ছেলের বা কোনও অনুষ্ঠানের ভিডিও শেয়ার করেই থাকেন। তবে এমন একটা দিনে ভিডিও তৈরি করা ব্যাপারটা ভালো চোখে নিতে পারেননি কেউ।
ভিডিওতে দেখা যায়, মায়ের ছবির সামনে বিষন্ন মুখে বসে রয়েছে। কিন্তু বোঝাই যাচ্ছে ক্যামেরাকে সেলফি মোডে রেখে মা এবং তার নিজের ছবি তুলেছেন তিনি। সেই ভিডিও দেখে তুমুল সমালোচনা করেন সকলে।
এক নেটিজেন লিখেছেন, ‘ছিঃ ছিঃ! আপনার লজ্জা করে না’। আবার কেউ লিখেছেন “ছিঃ নিজের মায়ের শেষ কাজে সেটাও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হয়”। একজন প্রশ্ন ছুঁড়ে লিখেছেন, “এইদিনে রিল বানাতে ইচ্ছে হল। হে ভগবান ভাবতে কষ্ট হচ্ছে।”
View this post on Instagram