‘এসব গেম কেন বন্ধ হয় না’?! ছেলের জন্য চোখে জল পুষ্পিতার, আক্ষেপ রচনার

অভিনেত্রী পুষ্পিতা

একজন মা অনেক কষ্ট করে তার সন্তানকে ভালো মানুষ তৈরি করে। সন্তান যাতে সঠিক পথে যায় তার জন্য অপ্রান চেষ্টা করে থাকেন বাবা-মায়েরা। কিন্তু সেই সন্তান যখন বিপথে চালিত হয় তখন কষ্টের শেষ থাকে না। আর তেমনটাই ঘটেছে বাংলা বিনোদন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী পুষ্পিতা মুখোপাধ্যায়ের জীবনে।

আশাকরি, অভিনেত্রী পুষ্পিতা মুখোপাধ্যায়কে কম-বেশি সকলেই চেনেন। সিনেমা থেকে সিরিয়ালে চুটিয়ে কাজ করছেন অভিনেত্রী। বর্তমানে একাধিক সিরিয়ালে মা-কাকিমাদের ভূমিকায় দেখা যায় তাকে। ‘দিদি নং ১’-এর প্রথম সিজেনের সঞ্চালিকা ছিলেন তিনি।

সম্প্রতি ‘দিদি নং ১’-এ খেলতে এসেছিলেন এই অভিনেত্রী। রচনার সামনে ছেলের কথা তুলে ধরে ভেঙে পড়লেন। পুষ্পিতার কথা শুনে আক্ষেপ করেন রচনা বন্দ্যোপাধ্যায়ও।

ছেলেকে নিয়ে আজকাল দুশ্চিন্তার মধ্যে কাটান পুষ্পিতা। এদিন অভিনেত্রী জানান, ‘ছেলে বেশিরভাগ সময় গেমে মগ্ন। কিছুতেই তিনি ছেলেকে এই জায়গা থেকে সরাতে পারছেন না। পড়াশোনায় জিরো। কিচ্ছু করতে পারছি না।’

চোখে জল নিয়ে অভিনেত্রী জানান, “মুঠোফোনের নেশা যদি ছাড়াতে পারতাম। এ সব গেম বানানো যদি বন্ধ হয়ে যায়, তা হলে আমি একটু শান্তি পাই। আমার জীবনের সবটাই ছেলেকে জুড়ে।”

রচনার কাছে আর্জি রেখে পুস্পিতা বলেন, ” “দিদি তুমি বললে তো সব কিছু হয়। তুমি দেখো না আর্জি করে যদি এই গেম তৈরি বন্ধ করা যায়। সন্তানের জন্য এক মায়ের চোখে জল দেখে দুঃখপ্রকাশ করেন নেটিজেনরা।