গত মঙ্গলবার ২১ জানুয়ারি, কোচবিহারের দিনহাটায় একটি অনুষ্ঠানে গানের প্রোগ্রাম ছিল মোনালি ঠাকুরের। এদিন স্টেজে পারফর্ম করতে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েন গায়িকা। শারীরিক অবস্থা গুরুতর হতেই মঞ্চ ছাড়েন গায়িকা।
মঞ্চে ওঠার আগে সুস্থই ছিলেন গায়িকা, কিন্তু আচমকা স্টেজে উঠে গান শুরু করতেই কেন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তিনি?
এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে মোনালি ঠাকুরের দিদি মেহুলি ঠাকুর জানিয়েছেন, “বোন মঞ্চে ওঠার আগে থেকেই অসুস্থ। কিন্তু অগ্রিম নেওয়া হয়েছে। এর পর অনুষ্ঠান না করলে সংবাদমাধ্যমে খবর হবে, টাকা নিয়ে মোনালি অনুষ্ঠান করেননি। আবার করতে পারেনি বলে তাই নিয়েও খবর হচ্ছে। আমাদের তো শাঁখের করাতের মতো অবস্থা।”
নতুন গান নিয়ে ব্যস্ততা, অতিরিক্ত পরিশ্রম, অনিয়মিত জীবনযাপনের কারনেই গায়িকার এমন অসুস্থতা। এমনটাই জানিয়েছেন গায়িকার দিদি।
গায়িকার দিদি জানিয়েছেন, “কখনও হিমাচল প্রদেশে অনুষ্ঠান, তো কখনও বেঙ্গালুরুতে। তার পরেই হয়তো বোন দৌড়োচ্ছে কলকাতা। প্রত্যেক জায়গার আবহাওয়া, তাপমাত্রা ভিন্ন। যার প্রভাব শরীরে পড়ছে। একা হাতে সব সামলাতে গিয়ে বেচারি নাজেহাল।”
কদিন ধরেই নাকি ভাইরাল জ্বরে ভুগছেন মোনালি ঠাকুর, সেইসাথে বুকে-পিঠে সর্দি বসায় গলার অবস্থাও বেজায় খারাপ গায়িকার। আর তার মধ্যে নানান জায়গায় গানের অনুষ্ঠান। এদিন ছোট বিমানে চেপে কোচবিহার যাওয়ার সময় বিমানের ভিতরে এয়ার প্রেসার নিয়ন্ত্রণের সরঞ্জাম না থাকায় অসুস্থ বোধ করতে থাকেন মোনালি। সঙ্গে শুরু হয় মাইগ্রেনের ব্যথা। আর তার জেরেই গায়িকার এমন অসুস্থতা। তবে প্রাথমিক চিকিৎসার পর বুধবার ২২ জানুয়ারি মুম্বই ফিরে যাচ্ছেন মোনালি।