আকাশি রঙের পোশাকে শ্বেতা-রুবেলের রিসেপশন সাজ, প্রকাশ্যে ভিডিও

শ্বেতা-রুবেলের রিসেপশন সাজ

অবশেষে সামনে এলো শ্বেতা-রুবেলের রিসেপশন সাজ। রিসেপশনে শাড়ি নয়, বরং শ্বেতা বেছে নিয়েছে লেহেঙ্গা। অভিনেত্রী আগেই জানিয়েছিলেন তিনি একটু অন্যরকম ভাবে সাজতে চান

শ্বেতা এবং রুবেল রিসেপশনের লুক শেয়ার করে নিয়েছেন ফ্যাশন স্টাইলিস্ট রুদ্র সাহা। রুবেল পড়েছেন সাদা-রুপোল বন্ধগলা শেরওয়ানি। পাশাপাশি নব-দম্পতিকে অপূর্ব লাগছিল।

শ্বেতার বাহুডোরে রুবেল। দুজন দুজনের দিক থেকে চোখ সরাতে পারছেন না তারা। রুবেল বারাসাতের ছেলে। খুব সম্ভবত বারাসাতেই বসেছে তাদের রিসেপশনের আসর।

 

View this post on Instagram

 

A post shared by Rudra Saha (@rudra_saha_official)