পর্দায় আসছে নতুন ধারাবাহিক ‘চিরসখা’, প্রকাশ্যে ধারাবাহিকের প্রথম প্রোমো

চিরসখা

অবশেষে চলে এলো লীনা গাঙ্গুলির নতুন ধারাবাহিক ‘চিরসখা’। এই ধারাবাহিক নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার শিলমোহর পড়ল। সামনে এলো ধারাবাহিকের প্রথম প্রোমো।

যদিও এই প্রোমো ধারাবাহিক শুধু মাত্র স্টুডিওর কিছু প্রস্তুতি তুলে ধরা হয়েছে। তবে কভার পিকে নায়ক-নায়িকাকে দেখানো হয়েছে। আগেই জানানো হয়েছে এই মেগা ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করবেন শ্রীময়ী’র খ্যাত অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় এবং অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস।

মধ্যবয়স্ক অসমবয়সী প্রেমের গল্প ঘিরে তৈরি এই ধারাবাহিক। চিরসখা সিরিয়ালের একঝাঁক দক্ষ তারকাদের দেখা যাবে। থাকছেন অভিনেত্রী লাভলী মৈত্রও।