পশুপ্রেমী হওয়ার জন্য হেনস্থার শিকার শ্রীলেখা, প্রতিবাদে পাশে দাঁড়ালেন দিতিপ্রিয়া

দিতিপ্রিয়া

বিগত কিছুদিন ধরে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের হেনস্থার ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া উত্তাল। গত শুক্রবার সকালের দুবার লাইভে এসে অভিনেত্রী সে কথা জানান। তিনি একজন পশুপ্রেমী। পথ-কুকুরদের প্রতিপালনের জন্য আবাসনের অন্যান্য বাসিন্দাদের সঙ্গে ঝামেলায় জড়ায় শ্রীলেখা মিত্র।

প্রথম লাইভে তাকে দেখা যায় আবাসনের বাসিন্দাদের সঙ্গে বচসা চালাচ্ছেন। দ্বিতীয় লাইভে দেখা যায়, শ্রীলেখাকে কান্নায় ভেঙ্গে পড়তে। তাকে কেঁদে বলতে শোনা যায়, “আমি এখানে থাকতে পারছি না। ওরা আমার হাত ধরেছে, আমাকে পাগল বলেছে, বলেছে আমার বাড়ির বাইরে নোংরা-আবর্জনা ফেলে দেবে, কুকুরকে বিষ খাইয়ে মারবে… এত নেতিবাচকতার মধ্যে আমি হেরে গিয়েছি। আমি এই বাড়ি ছেড়ে অন্য কোথাও থাকব। যাঁরা কুকুর ভালবাসেন না, আমার থেকে এই অ্যাপার্টমেন্ট কিনে নিন। আমি আর এখানে থাকব না।’

শ্রীলেখার সাথে ঘটে যাওয়া এই অন্যায়ের প্রতিবাদে এগিয়ে এল রানীমা অর্থাৎ অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। অভিযাত্রিক সিনেমায় তারা একসঙ্গে কাজ করেছিলেন। একজন সহকর্মী এবং পশুপ্রেমী হিসাবে অন্যায়ের প্রতিবাদে গর্জে উঠলেন দিতিপ্রিয়া রায়। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। ভিডিওতে অভিনেত্রীকে বলতে শোনা যায়, ‘সম্পূর্ণ একটা অন্য কারণে আমি এই ভিডিয়োটা তৈরি করেছি। আমি কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় নানারকম জিনিসপত্র দেখতে পাচ্ছি। কাকে নিয়ে? শ্রীলেখাদিকে নিয়ে।’

কুকুরদের বিষ খাওয়ানোর প্রসঙ্গ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন দিতিপ্রিয়া। তিনি সকলের উদ্দেশ্য জানায়, ‘ব্যাপারটা খুবই সিরিয়াস হয়ে গিয়েছে। আমরা যারা পশুপ্রেমী, এবার আমাদের বলা উচিত। তাদের জন্য কথা বলা উচিত, যারা কথা বলতে পারে না। শ্রীলেখাদি সেই কুকুরগুলোর পাশে আছেন। যে ভাবে দিনের পর দিন হেনস্থা হতে হচ্ছে শ্রীলেখাদিকে, তাতে মনে হয়েছে, এই ধরনের বিষয় বন্ধ হওয়া উচিত। যাঁরা কেয়ার গিভার্স আছেন, কুকুর ভালবাসেন, তাঁরা প্লিজ শ্রীলেখাদির পাশে এসে দাঁড়ান। সকলে যদি চেষ্টা করি তা হলে নিশ্চয়ই এই বর্বরতা শেষ হবে”।

সূত্রঃ bongtrend . com/ditipriya-roy-raise-her-voice-for-sreelekha-as-a-dog-lover/

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here