একের পর এক বাংলা ধারাবাহিক রিমেক! দেশজুড়ে বাড়ছে বাংলা গল্পের চাহিদা?

বাংলা ধারাবাহিক রিমেক

দিনের পর দিন বাড়ছে বাংলা ধারাবাহিক রিমেকের সংখ্যা। ছোট পর্দার একগুচ্ছ বাংলা ধারাবাহিক রিমেক হচ্ছে হিন্দিতে এবং অন্যান্য আঞ্চলিক ভাষায়। বাংলা ধারাবাহিকের রিমেক নতুন কিছু নয় ঠিকিই কিন্তু একসঙ্গে এতগুলো ধারাবাহিক রিমেক খুব একটা দেখা যায় না।

খড়কুটো

বাংলায় জনপ্রিয়তা পাওয়ার পরে ধারাবাহিক “শ্রীময়ী” হিন্দিতে রিমেক হয়েছে। যার নাম ‘অনুপমা’। শোনা যাচ্ছে হিন্দিতে এই মুহূর্তে “শ্রীময়ী” রিমেক কাঁপাচ্ছে রেটিং এর তালিকা।  ‘ইষ্টিকুটুম’ এবং ‘কুসুমদোলা’-র হিন্দি রিমেক ‘ইমলি’ ও ‘গুম হ্যায় কিসি কে প্যায়ার মেঁ’ বেশ জনপ্রিয়তা পেয়েছে।

খড়কুটো

আরও বেশ কয়েকটি বাংলা ধারাবাহিক যেমন ‘দীপ জ্বেলে যাই’ হিন্দিতে, ‘খড়কুটো’ হিন্দিতে, ‘কৃষ্ণকলি’ ভোজপুরিতে, ‘মিঠাই’ তামিল ভাষায় রিমেক করা হয়েছে।  গত কয়েক বছরে রিমেকের তালিকাটা যেন ক্রামগত বেড়েই চলেছে। তাহলে কি বাংলা গল্পের চাহিদা বাড়ছে দেশজুড়ে?

সূত্রঃ anandabazar . com/entertainment/a-bunch-of-bengali-serials-are-being-remade-in-hindi-and-other-languages-dgtl/cid/1312674

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here