গত বছরের পর করোনার প্রকোপের হাত থেকে কিছুটা রেহাই পেলেও এই বছর করোনার দ্বিতীয় ঢেউ আবার মানুষকে বিপর্যয়ের সামনে এনে দাঁড় করিয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ দিনের পর দিন লাফিয়ে বাড়ছে পাশাপাশি বাড়ছে সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষকে বাঁচানোর একমাত্র পথ লকডাউন। আর এই পরিস্থিতিতে দেশের আর্থিক কাঠামো অনেকটাই ভেঙ্গে পড়েছে। মানুষের রুজি রোজগার বন্ধ, দিন-আনা, দিন-খাওয়া মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এইরকম এক পরিস্থিতির স্বীকার ৮০ উর্ধ শিল্পী সুনীল পাল।
৮০ উর্ধ শিল্পী সুনীল পাল গোলপার্কের অ্যাক্সিস ব্যাংকের শাখার নিচে রাস্তার ফুটপাতে ধারে বসে বহু বছর ধরে তার হাতের ছোঁয়ায় আঁকা ছবি বিক্রি করে। ছবির মধ্যে অসাধারণ নিখুঁত কাজ। তার এই ছবির বেশি দামও নয় ৫০ টাকা থেকে ১৫০ টাকার মধ্যে। নিজে হাতে আঁকা ছবি বেঁচে যা আয় করে তাতে ঠিকমতো সংসারও চলে না তার। কিন্তু লকডাউনে সেইটুকুও বন্ধ।
এই বয়সে এসেও এমন প্রতিভবান ব্যক্তির কেন কাজের জন্য রাস্তায় বেরতে হচ্ছে? আসলে সন্তানেরা এই বৃদ্ধ বাবাকে দেখে না। ৮০ উর্ধ শিল্পী সুনীল পাল সন্তানদের থেকে আলাদা থাকে। কারণ সন্তানরা বাড়ি থেকে বৃদ্ধ বাবাকে বের করে দিয়েছে। তাই পেটের জন্য হাত পেতে ভিক্ষা করতে রাজি নন এই শিল্পী। নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে খাবার জোগাড় করেন।
তার এই ছবি সোশ্যাল মিডিয়ায় কিছুদিন ধরেই বেশ ভাইরাল হলে নজরে পড়েছে অনেকেরই। আর তারপরই সাহায্যের জন্য এগিয়ে আসেন সৃজিত মুখার্জী। সৃজিত জানিয়েছেন তিনি এই শিল্পীর সাথে যোগাযোগ করছেন এবং তাকে যথাসম্ভব সাহায্যে করবে এবং সেই সাথে তার এলাকার মানুষকে ওনার ছবি অনুরোধ করেছেন।